Blog

২০১৯ সালে বাংলা উইকিপিডিয়ার সর্বাধিক জনপ্রিয় পাতা

ABSGOFC banner

 

২০১৯ সালে সারা বিশ্ব থেকে বাংলা উইকিপিডিয়া (https://bn.wikipedia.org) পড়া হয়েছে ২৫ কোটি ৯৮ লক্ষ ৪৬ হাজার ৩২০ বার। অর্থাৎ প্রতিদিন গড়ে ৭ লক্ষ ১১ হাজার ৯০৮ বার পড়া হয়েছে। তবে সব ভাষার উইকিপিডিয়া প্রকল্প মিলিয়ে দেখা যায় বৈশ্বিকভাবে উইকিপিডিয়ার বিভিন্ন প্রকল্প শুধু ২০১৯ সালেই দেখা হয়েছে ‘২৪৫ বিলিয়ন’ বার।

 

২০১৯ সাল পর্যালোচনা করে দেখা যায় বছরব্যাপী পাঠকগণ সাম্প্রতিক বিষয়সমূহ পড়ার ক্ষেত্রে জোর দিয়েছেন। বিভিন্ন ঘটনা ঘটার পরই সে সম্পর্কিত নিবন্ধগুলোতে সবচেয়ে বেশি ট্রাফিক পরিলক্ষিত হয়েছে।

নিম্নে ২০১৯ সালে বাংলা উইকিপিডিয়াতে সর্বাধিক দেখা শীর্ষ ৪০টি পাতা রয়েছে। প্রতি বিভাগে ২০টি করে পাতা ‘জীবনী’ ও ‘অন্যান্য’ নামে দুটি বিভাগে ভাগ করা হয়েছে।

 

Wikipedia-logo-v2.svg  জীবনী সংক্রান্ত সবচেয়ে বেশি পড়া হয়েছে এমন পাতা
ক্রমিক পাতা পড়া হয়েছে
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৬,২১,২৫১ বার
রবীন্দ্রনাথ ঠাকুর ৪,৩৭,৯৫৪ বার
শেখ মুজিবুর রহমান ৪,৩১,৬৫৬ বার
কাজী নজরুল ইসলাম ২,৮৩,৭৯০ বার
মোহনদাস করমচাঁদ গান্ধী  ২,৬৯,২৪৫ বার 
মুহাম্মাদ ২,০৯,৩৯৮ বার
শেখ হাসিনা ২,০৭,০২৯ বার
সুভাষচন্দ্র বসু ১,৯৪,৭৬৫ বার
স্বামী বিবেকানন্দ ১,৭৩,৫০৪ বার
১০ শাকিব খান ১,৪৪,৬২২ বার
১১ সত্যজিৎ রায়  ১,৩৫,৫৩৮ বার 
১২ মিয়া খলিফা  ১,৩০,৩৯৬ বার
১৩  মাইকেল মধুসূদন দত্ত ১,১১,৫০৭ বার
১৪  সানি লিওন ১,০২,৬৬২ বার 
১৫ সাকিব আল হাসান ৯৯,০৬৩ বার
১৬ অপু বিশ্বাস ৯৯,০০৭ বার
১৭ দীপু মনি ৯৫,৮৩২ বার
১৮ হুসেইন মুহাম্মদ এরশাদ ৯২,৪৮১ বার
১৯ সিরাজউদ্দৌলা ৯২,১৩৪ বার
২০ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ৮৮,৬১৪ বার

 

Wikipedia-logo-v2.svg  সবচেয়ে বেশি পড়া হয়েছে এমন অন্যান্য পাতা
ক্রমিক পাতা পড়া হয়েছে
বাংলাদেশ ৬,২৮,৫০২ বার
 ভারত ৩,৩৯,৩৪৬ বার
ডেঙ্গু জ্বর ৩,০৪,৮০৬ বার
 যৌনসঙ্গম ২,৪০,১২২ বার
ভূমি পরিমাপ ২,১৫,৭৯৩ বার
২০১৯ ক্রিকেট বিশ্বকাপ ২,১৪,৭৮২ বার
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ২,১০,০১৭ বার
যোনি ১,৯২,৫৫০ বার
বাংলা ভাষা ১,৯১,২৬৯ বার
১০ বাংলা ভাষা আন্দোলন ১,৮৭,৩৯১ বার
১১ বাংলাদেশ সেনাবাহিনী ১,৭৫,৭৩৯ বার
১২ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১,৭২,৮৮৮ বার
১৩ পদ্মা সেতু ১,৬৮,৩৪১ বার
১৪  বঙ্গবন্ধু-১ ১,৬৫,৭৮৮ বার
১৫  পশ্চিমবঙ্গ ১,৬০,৩৫৩ বার
১৬ বাংলা উইকিপিডিয়া ১,৫৯,৮৩২ বার
১৭ জম্মু ও কাশ্মীর ১,৫০,৭৫০ বার
১৮ বাংলাদেশ আওয়ামী লীগ ১,৫০,৯২৮ বার
১৯ মার্কিন যুক্তরাষ্ট্র ১,৪৯,৮৮১ বার
২০ বিশ্ব দিবস তালিকা ১,৪৪,৭৬৬ বার

 

মাস অনুসারে বাংলা উইকিপিডিয়ার ট্রাফিক বিশ্লেষণ

জানুয়ারি
বছরের শুরুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রভাব বাংলা উইকিপিডিয়ার পাঠকদের মাঝেও পরিলক্ষিত হয়েছে। এ মাসে সবচেয়ে বেশিবার পড়া হয়েছে ‘বাংলাদেশের মন্ত্রিসভা’ নিবন্ধটি। সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে এ মাসে প্রথমদিকে ছিলো ভারতের সাধারণতন্ত্র দিবস এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগ সম্পর্কিত পাতা। জীবনী সংশ্লিষ্ট পাতাগুলোর মধ্যে প্রথমদিকে ছিলো, ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসু, বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি, জানুয়ারিতে মৃত্যুবরণ করা বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ আরো বেশ কয়েকজন রাজনীতিবিদ ও সাহিত্যিক।

ফেব্রুয়ারি
স্বভাবতই এ মাসে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ও ‘বাংলা ভাষা আন্দোলন’ নিবন্ধ দুটি সবচেয়ে বেশি পড়া হয়েছে। এছাড়াও ভালোবাসা দিবস নিবন্ধটি এ মাসে প্রথমদিকেই ছিলো। জীবনী সংশ্লিষ্ট নিবন্ধগুলোর মধ্যে সবচেয়ে বেশি পড়া হয়েছে ফেব্রুয়ারিতে প্রয়াত বাংলাদেশি কবি আল মাহমুদের পাতাটি।

মার্চ
ঘটনাবহুল মার্চে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিবন্ধটি। এরপরই রয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস পাতাটি। মার্চেই অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ঘটনাবহুল এ নির্বাচনটি নিয়ে মানুষের আগ্রহও বেশি ছিলো। এছাড়া, সাতই মার্চের ভাষণ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, আন্তর্জাতিক নারী দিবস তালিকার প্রথম দিকেই ছিলো। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পর তাঁর নিবন্ধটিও এ মাসে পড়া হয়েছে ১৭ হাজার বার।

আরও পড়ুন: ২০১৮ সালে বাংলা উইকিপিডিয়াতে সর্বাধিক দেখা পাতাগুলি

এপ্রিল
এ মাসে সবচেয়ে বেশি পড়া হয়েছে পহেলা বৈশাখ নিবন্ধটি। এরপরই ছিলো শবে বরাত এবং প্রথমদিকে ছিলো লাইলাতুল মেরাজ, বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ, ১৯৭১ সালের অস্থায়ী বাংলাদেশ সরকার। এছাড়া, এ মাসে বাংলাদেশি অভিনেত্রী এবং মডেল সাফা কবিরের নিবন্ধটি পড়া হয়েছে ২০ হাজার বার যা মাসের ট্রাফিকের তালিকার দশ নাম্বারে ছিলো।

মে
রবীন্দ্রনাথ ঠাকুরের নিবন্ধটি এ মাসে সবচেয়ে বেশি পড়া হয়েছে। এছাড়াও ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ, কাজী নজরুল ইসলাম, ঘূর্ণিঝড় ফণী, দোয়া কুনুত, আন্তর্জাতিক শ্রমিক দিবস ইত্যাদি নিবন্ধতেও আগ্রহ দেখা গেছে।

জুন
এ মাসে খেলাধুলা সংক্রান্ত নিবন্ধই বেশি পড়া হয়েছে। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ নিবন্ধটি সবচেয়ে বেশি বার পড়া হয়েছে। এছাড়াও প্রথমদিকে ছিলো ২০১৯ কোপা আমেরিকা, ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের তালিকা, ক্রিকেট বিশ্বকাপের রেকর্ড তালিকা এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এছাড়া এলজিবিটি সম্প্রদায়ের সংস্কৃতির উৎসব গৌরব পদযাত্রা প্রায় ১৯ হাজারবার পড়া হয়েছে।

আরও পড়ুন: বাংলা ও ইংরেজি উইকিপিডিয়া সম্পর্কে অজানা কিছু তথ্য

জুলাই
বছরের মাঝামাঝিতে বাংলাদেশে ডেঙ্গু প্রাদুর্ভাব ঘটে। দেশব্যাপী এটি আলোচ্য বিষয়ে পরিণত হয়। ডেঙ্গু জ্বর সম্পর্কিত নিবন্ধটি এ মাসে ৮০ হাজারেরও বেশিবার পড়া হয়েছে। এ মাসে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ মৃত্যুবরণ করেন ফলে তাঁর নিবন্ধটিও পাঠকদের আগ্রহে চলে আসে। বলিউড অভিনেত্রী নেহা কক্কড়ের নিবন্ধেও আগ্রহ দেখা যায়। জুলাইতে চাঁদে অবতরণের বার্ষিকী হওয়ায় অ্যাপোলো ১১ নিবন্ধটিও প্রথমদিকে ছিলো।

আগস্ট
এ মাসেও সবচেয়ে বেশিবার পড়া হয়েছে ডেঙ্গু জ্বর নিবন্ধটি। এছাড়া এ মাসে আলোচনায় ছিলো জম্মু ও কাশ্মীর, শেখ মুজিবুর রহমান, ভারতের স্বাধীনতা দিবস, আমার সোনার বাংলাঈদুল আযহাসহ বিভিন্ন বিষয়।

সেপ্টেম্বর
বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর নিবন্ধটি এ মাসে পড়া হয়েছে সাড়ে ৩ লক্ষবারের বেশি। এরপরই পড়া হয়েছে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণের নিবন্ধটি। এছাড়া ডেঙ্গু জ্বর, দুর্গাপূজা, আশুরা এবং ভারতের চন্দ্রযান-২ সম্পর্কিত পাতাগুলোও পাঠকের আগ্রহে ছিলো।

আরও পড়ুন: উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরিতে অর্থ দিতে হয় না

অক্টোবর
এ মাসে সবচেয়ে বেশি পড়া হয়েছে মহাত্মা গান্ধীর নিবন্ধটি। এছাড়া, শেখ মুজিবুর রহমান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নিবন্ধও প্রথমদিকে ছিলো। দুর্গাপূজা, আখেরী চাহার শোম্বা, সর্বাধিক জনপ্রিয় ওয়েবসাইটসমূহের তালিকা, নোবেল পুরস্কার ২০১৯ প্রভৃতি নিবন্ধেও পাঠকের আগ্রহ ছিলো।

নভেম্বর
এ মাসে জীবনীভিত্তিক নিবন্ধই সবচেয়ে বেশিবার পড়া হয়েছে। এরমধ্যে প্রথমদিকে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, মুহাম্মাদ প্রভৃতি। এছাড়া বাবরি মসজিদ, ২০১৯-২০ বাংলাদেশ প্রিমিয়ার লীগ, ভূমি পরিমাপ প্রভৃতি নিবন্ধেও পাঠকের আগ্রহ ছিলো।

ডিসেম্বর
স্বভাবতই এ মাসে বাংলাদেশের বিজয় দিবস সম্পর্কিত পাতাটি প্রথমে ছিলো। এছাড়াও পাঠকের আগ্রহ ছিলো ২০১৯-২০ বাংলাদেশ প্রিমিয়ার লীগ, সূর্যগ্রহণ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, শহীদ বুদ্ধিজীবী দিবস, ভূমি পরিমাপ, যৌনসঙ্গম প্রভৃতি বিষয়ে।

নাহিদ সুলতান,
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ

Business Hours

We are open on everyday. We prefer to communicate via online.

Contact online

Our Office Location

Sheltech Niribili, 210/2 (1st Floor),
New Elephant Road, Katabon, Dhaka-1205, Bangladesh

Location on map

 Home map WMBD