Blog

বাংলা ও ইংরেজি উইকিপিডিয়া সম্পর্কে অজানা কিছু তথ্য

Bangla Wikipedia Workshop at CIU 25

ছবি: মহীন রীয়াদ/সিসি-বাই-এসএ ৪.০

২০০১ সালের ১৫ জানুয়ারি ইংরেজি উইকিপিডিয়া যাত্রা শুরু করে। এটি প্রতিষ্ঠা করেন জিমি ওয়েলস ও ল্যারি স্যাঙ্গার নামে দুজন মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা। ২০০৪ সালে বাংলাসহ আরও প্রায় ৫০টি ভাষা যুক্ত হয়। ২০০৫ সালে ১০০টি ভাষায় চালু হয়। এখন প্রায় ৩০০টি ভাষায় উইকিপিডিয়া পড়া যায়।

 

বাংলা উইকিপিডিয়ায় তৈরিকৃত প্রথম দশটি পাতা

বাংলা উইকিপিডিয়া ২৭ জানুয়ারি ২০০৪ সালে অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বাংলা উইকিপিডিয়া চালু হওয়ার পর লিখিত প্রথম নিবন্ধ ‘বাংলা ভাষা’ যা ২৪ মে ২০০৪ সালে একটি আইপি ঠিকানা থেকে একজন অনিবন্ধিত ইউজার (ব্যবহারকারী) তৈরি করেছিলেন। প্রথম এক বছরে বাংলাতে মাত্র ৫টি নিবন্ধ তৈরি হয়েছিল। বাংলায় তৈরিকৃত প্রথম দশটি পাতা হল:

১. বাংলা ভাষা ২. বাংলাদেশ ৩. শেখ মুজিবুর রহমান ৪. শেখ হাসিনা ওয়াজেদ ৫. বেগম খালেদা জিয়া ৬. দুর্গা ৭. আনন্দমঠ (উপন্যাস) ৮. বিজয়া মুখোপাধ্যায় ৯. সুমন চট্টোপাধ্যায় এবং ১০. সৌরভ গঙ্গোপাধ্যায়

  •  ২০০৩ সালের ৯ ডিসেম্বর বাংলা উকিপিডিয়া তৈরির অনুরোধ করে প্রথম জিমি ওয়েলসের কাছে ই-মেইল করেন কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের পিএইচডির বাংলাদেশী তৎকালীন শিক্ষার্থী শাহ আসাদুজ্জামান।
  • ২০০৪ সালের ৮ ডিসেম্বর বাংলা উইকিপিডিয়ার প্রথম প্রশাসক হন হাসান ইকবাল ওয়ামী।
  • ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর বাংলা উইকিপিডিয়ার জন্য বাংলা ভাষায় http://উইকিপিডিয়া.বাংলা ডোমেইন চালু করা হয়।

 

ইংরেজি উইকিপিডিয়ার কিছু অজানা তথ্য

প্রথমদিকে ইংরেজি উইকিপিডিয়া পার্ল প্রোগ্রামিং ভাষায় লিখিত ‘UseModWiki’ সফটওয়্যার দিয়ে পরিচালিত হত। ২০০২ সালের প্রথমদিকে তা মিডিয়াউইকি সফটওয়্যারে স্থানান্তর করা হয়।

  • ইংরেজি উইকিপিডিয়াতে ২০০১ সালের ১৫ জানুয়ারি সর্বপ্রথম সম্পাদনা করেছিলেন এর প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস। হোমপেইজে তাঁর প্রথম লেখাটি ছিল ‘হ্যালো, ওয়ার্ল্ড’। 

সবচেয়ে বেশি ভাষার উইকিপিডিয়া সংস্করণে আছে এমন ১০টি নিবন্ধ

১. ফিনল্যান্ড‏‎ (২৯০টি ভাষায়) ২. রাশিয়া‏‎ (২৮৬টি ভাষায়) ৩. তুরস্ক‏‎ (২৮৫টি ভাষায়) ৩. মার্কিন যুক্তরাষ্ট্র‏‎ (২৮৩টি ভাষায়) ৫. চিলি‏‎ (২৮৩টি ভাষায়) ৬. ইতালি‏‎ (২৭৯টি ভাষায়) ৭. উইকিপিডিয়া‏‎ (২৭৮টি ভাষায়) ৮. নরওয়ে‏‎ (২৭৭টি ভাষায়) ৯. জার্মানি‏‎ (২৭৭টি ভাষায়) এবং ১০. পোল্যান্ড‏‎ (২৭৭টি ভাষায়)

এছাড়া উইকিপিডিয়ায় সবচেয়ে দীর্ঘ শিরোনামের নিবন্ধটি হল একটি কাল্পনিক খাবারের নাম। এই নিবন্ধের শিরোনামে রয়েছে ১৮২টি লাতিন অক্ষর। শিরোনাম: বাংলা এবং ইংরেজি

অন্যান্য তথ্য

  • প্রতি মাসে ২ লাখের বেশি স্বেচ্ছাসেবী উইকিপিডিয়াতে অবদান রাখেন (সকল ভাষা মিলিয়ে)। (তথ্যসূত্র: উইকিমিডিয়া পরিসংখ্যান)
  • সারা বিশ্ব থেকে প্রতি সেকেন্ডে ৬ হাজার বার উইকিপিডিয়া পড়া হয়। (তথ্যসূত্র: উইকিমিডিয়া পরিসংখ্যান)
  • উইকিপিডিয়ার ওয়েবসাইটে কখনোই কোন বিজ্ঞাপন প্রদর্শিত হয় না। যদি আপনি উইকিপিডিয়া পড়ার সময় কোন বিজ্ঞাপন দেখতে পান তাহলে নিশ্চিতভাবেই আপনার ব্রাউজারে ভাইরাস আক্রমণ করেছে।
  • বিখ্যাত বিশ্বকোষ ‘এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা’ ২৪৪ বছর একটানা ছাপা সংস্করণ প্রকাশ করার পর ২০১২ সালে উইকিপিডিয়ার সাথে পাল্লা না দিতে পেরে তাদের ছাপা সংস্করণ বন্ধ করে দেয়। (তথ্যসূত্র: নিউ ইয়র্ক টাইমস)
  • উইকিপিডিয়ায় লেখার নিরপেক্ষতা এতোটাই গুরুত্ব দেওয়া হয় যে, ‘উইকিপিডিয়ার সমালোচনা’ নামে খোদ উইকিপিডিয়াতেই একটি দীর্ঘ নিবন্ধ আছে। বিশ্বাস না হলে নিজেই এখানে ক্লিক করে দেখে নিন।

নাহিদ সুলতান,
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ

Business Hours

We are open on everyday. We prefer to communicate via online.

Contact online

Our Office Location

Sheltech Niribili, 210/2 (1st Floor),
New Elephant Road, Katabon, Dhaka-1205, Bangladesh

Location on map

 Home map WMBD