Bangla Wikipedia
-
“বাংলা ভাষাভাষীর সংখ্যার তুলনায় আমাদের বাংলা উইকিপিডিয়ার তথ্যভাণ্ডার নিতান্তই শিশু”
সৈয়দা শামীমা নাসরীন। উইকিপিডিয়ায় নিয়মিত একজন অবদানকরী। বাংলা উইকিপিডিয়াতে ৬১টি নিবন্ধ তৈরিসহ উইকিমিডিয়া প্রকল্পে তার সম্পাদনা সংখ্যা ২০০০-এর বেশি। ২০১৪ সালে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হয়ে বর্তমানে উচ্চ শিক্ষার জন্য দক্ষিণ কোরিয়াতে অবস্থান করা শামীমা অবসর সময়ে উইকিপিডিয়াতে অবদান রাখতে পছন্দ করেন। বাংলা উইকিপিডিয়া তথা উইকিমিডিয়া প্রকল্পে তার জড়িত হওয়াসহ নানা বিষয় নিয়ে উইকিমিডিয়া বাংলাদেশের সাথে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন নাহিদ সুলতান।
উইকিমিডিয়া বাংলাদেশ: আপনি উইকিপিডিয়ার সাথে কিভাবে জড়িত হলেন?
সৈয়দা শামীমা নাসরীন: ২০১৪ সালে এইচএসসি পরীক্ষা পরবর্তী সময়ে ইন্টারনেটে বিশ্বসাহিত্য কেন্দ্রের “উভচর মানুষ” বই সম্পর্কে খুঁজতে গিয়ে বাংলা উইকিপিডিয়ায় প্রবেশ। ইংরেজি নিবন্ধের তুলনায় বাংলা নিবন্ধটিতে তথ্য বলতে সেরকম কিছুই ছিল না। সেই মুহুর্তেই একাউন্ট খুলে কিছু অংশ অনুবাদ করে ফেলি। ভয় ছিল যদি কোন ভুল হয়ে যায় বা ভুল হলে কীভাবে ঠিক করা যাবে সেটা নিয়ে। তখনও উইকিপিডিয়ার “রোলব্যাক” (একটি ক্লিকের মাধ্যমে যে কোন সম্পাদনার পূর্ববর্তী সংস্করণে ফিরে যাওয়ার একটি বিশেষ কারিগরি সুবিধা) বা অন্য কোন অধিকার নিয়ে কোন ধারণাই ছিল না। এরপরই অবশ্য সাহস বেড়ে যায়। প্রথমেই নিজের স্কুল- চট্টগ্রামের বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজের নামে নিবন্ধ তৈরি করি।
উইকিমিডিয়া বাংলাদেশ: আপনি বাংলা উইকিপিডিয়াতে বেশি অবদান রাখেন। কেন বাংলা উইকিপিডিয়াকেই বেছে নিলেন?
সৈয়দা শামীমা নাসরীন: বাংলা উইকিপিডিয়াতে সবচেয়ে বেশি অবদান রাখার প্রধান কারণ, প্রিয় মাতৃভাষায় তথ্য-উপাত্ত যেন সহজেই খুঁজে পাওয়া যায়। ইন্টারনেটে বাংলা ভাষাভাষীর সংখ্যার তুলনায় আমাদের বাংলা উইকিপিডিয়ার তথ্যভাণ্ডার নিতান্তই শিশু। মাতৃভাষায় অর্জিত জ্ঞান দীর্ঘস্থায়ী ও ফলপ্রসূ হয় বলেই আমার ধারণা। এখানে অবদান রেখে বছরের পর বছর ধরে নতুন কাউকে কোন তথ্য জানানো যেতে পারে, এর চেয়ে চমৎকার ধারণা আর কী হতে পারে?
উইকিমিডিয়া বাংলাদেশ: উইকিপিডিয়াতে আপনি মূলত কোন বিষয়ে লিখতে পছন্দ করনে?
সৈয়দা শামীমা নাসরীন: শুরুটা হয়েছিল অনুবাদ দিয়ে, এখনো বেশিরভাগই অনুবাদের (ইংরেজি থেকে বাংলা) কাজ করা হয়। ২০১৪ সাল থেকে নিয়মিত এবং অনিয়মিতভাবে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বিষয়ে কাজ করেছি। মূলতঃ যখন যে ব্যাপারে পড়াশোনা করা হয়, তখন সে ব্যাপারেই কিছু অবদান রাখার চেষ্টা করি। দক্ষিণ কোরিয়াতে এসে প্রথমদিকে কোরিয়া সংক্রান্ত বিষয়ের নিবন্ধগুলোর উপর কাজ করেছি। তবে সাম্প্রতিক সময়ে, নারী, বিজ্ঞান ও সামাজিক ইস্যু সংক্রান্ত বিষয়ে বেশি অবদান রাখার চেষ্টা করি।
উইকিমিডিয়া বাংলাদেশ: বাংলা উইকিপিডিয়ায় কোন কোন বিষয়ের বিষয়বস্তুর অভাব রয়েছে বলে আপনি মনে করেন? এবং সেটা কিভাবে ঠিক করা যায় বলে আপনি মনে করেন?
সৈয়দা শামীমা নাসরীন: বিজ্ঞান বিষয়ক নিবন্ধ। মনে করি, এই ব্যাপারে বাংলা উইকিপিডিয়ার অন্তত সব উইকিপিডিয়ানই (উইকিপিডিয়ার অবদানকারী) একমত হবেন। বিশেষ করে বিজ্ঞানের আধুনিক যে শাখাসমূহ সেগুলো এবং পুরনো নিবন্ধগুলোর তথ্যের হালনাগাদ করা প্রয়োজন। এছাড়া সামাজিক ইস্যুতে; বিশেষ করে, অনুবাদকৃত নিবন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামাজিক অবস্থা ঘুরে ফিরে আসে। এক্ষেত্রে বাংলাভাষী মানুষের সামাজিক অবস্থাতেই মনে হয় প্রাধান্য দেয়া উচিৎ।
উইকিমিডিয়া বাংলাদেশ: উইকিমিডিয়ার অন্য প্রকল্পগুলোতে আপনার কাজের ধরণ সম্পর্কে বলুন?
সৈয়দা শামীমা নাসরীন: বাংলা উইকিপিডিয়া ছাড়া অন্য প্রকল্পে অনেক দেরীতে অবদান রাখা শুরু করেছি। এরমধ্যে উইকিমিডিয়া কমন্সে এবং ইনকিউবেটরে থাকা বাংলা উইকিভ্রমণে মাঝেমধ্যে অবদান রাখার চেষ্টা করি। এছাড়া ইংরেজি উইকিপিডিয়াতে “উইমেন ইন রেড” প্রকল্পে অংশ নিয়ে নারীদের নিবন্ধও সমৃদ্ধ করার চেষ্টা করেছি।
উইকিমিডিয়া বাংলাদেশ: আপনার সেরা অবদান আপনার মতে?
সৈয়দা শামীমা নাসরীন: বাংলা উইকিপিডিয়াতে প্রকৃতপক্ষে নিয়মিত হওয়া শুরু করেছি ২০১৬-এর শেষের দিকে। সেই হিসেবে এখানে আমার পদচারণার খুব বেশিদিন হয়নি। আমি বরং বলবো, উইকিপিডিয়ায় আমার সেরা অবদান দেয়া এখনো বাকী। এখনো শিখছি আর অনেক দূর পাড়ি দেয়ার আছে।
উইকিমিডিয়া বাংলাদেশ: পুরষ অবদানকারীর তুলনায় উইকিপিডিয়াতে নারী অবদানকারী কম, বাংলাতে এটা আরও বেশি। আপনার মতে নারীরা কেন আগ্রহী হন না এবং তাদের আগ্রহী করে তুলতে আপনার কি পরামর্শ থাকবে?
সৈয়দা শামীমা নাসরীন: হয়তো উইকিপিডিয়ায় ঠিক সেই গ্ল্যামার খুঁজে পাওয়া যায় না, যা নারীদের আগ্রহী করে তুলতে পারে। উচ্চশিক্ষার যেকোন স্তরেই নারীদের উপস্থিতি আজও তুলনামূলক কম। এখানে তাই হুট করে উইকিপিডিয়ায় সমান সংখ্যক নারীর উপস্থিতি দিবাস্বপ্নের মতো। তবে এখন স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের কাছেও ইন্টারনেট সহজলভ্য। তাদের উইকিপিডিয়ায় অবদান রাখার ব্যাপারে উৎসাহ দেয়া যেতে পারে। উইকিপিডিয়ানরা কোথাও হাইলাইটেড হন না, নিভৃতে কাজ করার প্রবণতা সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সময়ে নেই বললেই চলে। বিজ্ঞাপনের মতো বলতে হয়, “প্রচারেই প্রসার”।
উইকিমিডিয়া বাংলাদেশ: বাংলা উইকিপিডিয়াকে ১০ বছর পর কেমন দেখতে চান?
সৈয়দা শামীমা নাসরীন: সম্প্রতি ৫০ হাজার নিবন্ধের মাইলফলক স্পর্শ করা বাংলা উইকিপিডিয়ায় আরো অনেক ভালো নিবন্ধ দেখতে চাইবো। অসমাপ্ত ও ছোট নিবন্ধগুলোকে পূর্ণতা দেয়ার পাশাপাশি সময়ের সাথে তাল মিলিয়ে পাঠকদের আগ্রহকে বুঝে নতুন নিবন্ধ যুক্ত হবে আশা রাখি। ব্যক্তিগতভাবে নতুন উইকিপিডিয়ানরা এই বিশ্বকোষে অবদান রাখার ব্যাপারে আগ্রহী হবে এমনটাই কাম্য।
উইকিমিডিয়া বাংলাদেশ: নতুন যারা উইকিপিডিয়াতে কাজ করতে আগ্রহী তাদের আপনি কি পরামর্শ দেবেন?
সৈয়দা শামীমা নাসরীন: প্রথমেই তাদের উইকিপিডিয়াতে যোগদানের জন্য বা আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ জ্ঞপন করছি। সাধারণত আর যে দশটি মাধ্যম ব্যবহার করে আমরা সচরাচর অভ্যস্ত তার তুলনায় উইকিপিডিয়ার পরিবেশ একটু ভিন্ন। বুঝে উঠতে এবং অভ্যস্ত হতে একটু সময় নিন। এখানকার সবচেয়ে চমৎকার দিক হল, ভুল করলে তা এক নিমিষেই শুধরে নেয়ার সুযোগ আছে। বিশ্বাস করুন, স্বেচ্ছাশ্রমের এই কাজে আপনি যতটুকু সময় ও শ্রম দিবেন তার চেয়ে ঢের বেশি শিখবেন।
উইকিমিডিয়া বাংলাদেশ: সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
সৈয়দা শামীমা নাসরীন: আপনাকেও ধন্যবাদ।
-
২০১৮ সালে বাংলা উইকিপিডিয়াতে সর্বাধিক দেখা পাতাগুলি
২০১৮ সালে সারা বিশ্ব থেকে বাংলা উইকিপিডিয়া (https://bn.wikipedia.org) দেখা হয়েছে ১৮ কোটি ৭৪ লক্ষ ৯০ হাজার বার। অর্থাৎ প্রতিদিন গড়ে ৫ লক্ষ ১৩ হাজার ৬৭৮ বার দেখা হয়েছে। তবে সব ভাষার উইকিপিডিয়া প্রকল্প মিলিয়ে দেখা যায় বৈশ্বিকভাবে উইকিপিডিয়ার বিভিন্ন প্রকল্প শুধু ২০১৮ সালেই দেখা হয়েছে ‘১৯০ বিলিয়ন’ বার।
-
২০১৯ সালে বাংলা উইকিপিডিয়ার সর্বাধিক জনপ্রিয় পাতা
২০১৯ সালে সারা বিশ্ব থেকে বাংলা উইকিপিডিয়া (https://bn.wikipedia.org) পড়া হয়েছে ২৫ কোটি ৯৮ লক্ষ ৪৬ হাজার ৩২০ বার। অর্থাৎ প্রতিদিন গড়ে ৭ লক্ষ ১১ হাজার ৯০৮ বার পড়া হয়েছে। তবে সব ভাষার উইকিপিডিয়া প্রকল্প মিলিয়ে দেখা যায় বৈশ্বিকভাবে উইকিপিডিয়ার বিভিন্ন প্রকল্প শুধু ২০১৯ সালেই দেখা হয়েছে ‘২৪৫ বিলিয়ন’ বার।
-
Bangladesh celebrates as Bangla Wikipedia turns 10
The tenth anniversary of the Bangla Wikipedia was marked by Wikimedia Bangladesh (WMBD) with a series of events across the country. Through the first ever nationwide event, over the course of seven months, we endeavored to engage and train as many volunteers and Wikipedians as possible to organize events and increase outreach in every division of Bangladesh.
Jimmy Wales attended the Gala Event in February 2015 to mark the anniversary. The State Minister for ICT Divisions, Zunaid Ahmed Palak, attended the 10th Anniversary Conference as the chief guest, where over 300 old and new Wikipedians from Bangladesh and India took part.
Bangla Wikipedia was launched in January 2004, and the site now boasts more than 36,000 articles edited by over 100 active Wikipedians. The 10th anniversary programs were originally scheduled for 2014, but a national parliamentary election and subsequent political instability meant events were postponed to the first half of 2015.Our strategic priorities included increasing the Bangla Wikipedia’s reach in the country, as well as training existing and new Wikipedians to make quality contributions. We hosted and kindled several initiatives and events, including Wikipedia workshops, rewards for the best Wikipedians, a photography contest, photowalks, school programs, a gala event, and a tenth anniversary conference. Telecommunication service provider Grameenphone provided financial and logistic support to organize the divisional workshops and a tenth anniversary press-conference. The rest of the events were organized by WMBD with funds from the Wikimedia Foundation.
The seven month-long tenth anniversary celebration included a wide variety of events:
The celebration began with a press conference held in November 2014, which was attended by many of the prominent news sources in Bangladesh. The newsmen were briefed about the event outline, the growth of the Bangla Wikipedia over the past decade, and our goals for the events.
The “Bangla Wikipedia Photography Contest” began on September 1, 2014 and lasted until December 31. The theme of the contest was landscape and heritage of Bangladesh. Participants were asked to upload photos onto Wikimedia Commons, and more than 4,600 were submitted.
The first of the seven divisional workshops was held on November 29, 2014 in Chittagong. Grameenphone sponsored seven workshops, which were held in all seven divisions of Bangladesh. Separate from these, a number of Wikipedia workshops were organized by WMBD in partnership with universities in Dhaka and Rajshahi. The workshops provided hands-on training to the participants on contributing and editing Bangla Wikipedia, and were attended by university students and new Wikipedians. The best three participants of each workshops, based on their contributions (over a time period of two months) to Bangla Wikipedia, were then invited to the Gala Event.The Gala Event was held in February 2015 in Dhaka with Jimmy Wales in attendance as the chief guest. The event was attended by around 300 invited participants, including Wikimedians, other guests from different universities, and from the government. A panel discussion was held with Jimmy Wales, Munir Hasan (President of WMBD), representatives from Telecom operators partnered with Wikipedia Zero, and education activists. They discussed ways for fostering free availability of knowledge and information through Wikimedia projects in Bangladesh.
Eight photowalks were held in Dhaka, Chittagong, Sylhet, Rajshahi and Rangpur, aiming to engage and encourage photographers to contribute photos to Wikimedia Commons. A second goal was to collect photographs of architectural, historical, and archaeological sites in Bangladesh. An average of ten to fifteen photographers attended each photowalk, which covered Old Dhaka, the National Botanical Garden, Chittagong University, Puthia Temple Complex, and Sylhet city.The main program in the series was the Bangla Wikipedia 10th Anniversary Conference, held on May 30, 2015 at Daffodil International University. The conference acted as the biggest gathering of Bangla Wikipedia contributors from both Bangladesh and India. There were a number of workshops and sessions at the program, including Collaboration between the Bangladeshi and Indian Bengali Wikipedians and Increasing women contributors in the growth of Bangla Wikipedia, with many concentrating on creating quality articles and contributing to Wikimedia Commons. There were over 320 participants, and the best Bangladeshi contributors over the last decade were recognized alongside the best three photographers of the photography contest. Eminent writer and journalist Anisul Hoque inspired the attendance by describing how useful Wikipedia is to him. The conference received substantial press coverage.
The Wikipedia School Programs were designed more to encourage students to effectively use Wikipedia for their benefit than to contribute to it. It was held on June 16, 2015 at Shaheed Police Smrity School & College in Dhaka; about 80 students from 9th to 12th grade were present, including five teachers. Students were provided with leaflets that contained brief instructions about using and contributing to the Bangla Wikipedia. It was the first time in the country that a Wikipedia-related event was held in a school.
Instead of holding one program to mark the anniversary, this series of events allowed us to conduct extensive outreach programs across Bangladesh that increased reach and included hands-on training for Wikipedians. One of our key purposes in organizing this series of events was to involve the new volunteers with the old ones and enhance organizing capacity through volunteer engagement.
This also provided advantage in terms of organizational effectiveness, as local volunteers in cities where no Wikipedia related activities had ever been held could organize programs by themselves—of the many Bangla Wikipedia events held in the past, almost all were in Dhaka and Chittagong. A few Wikipedians hailed from other areas of the country.
Our events covered all seven divisional cities, thus paving the way for growing Wikipedia communities in those areas of the country. It is imperative for Wikimedia affiliates to involve people from different places and backgrounds to disseminate the Wikimedia movement in a wider context, and to increase editor diversity in the Wikimedia community.
Writer
Tanweer Morshed
Executive Committee Member
Wikimedia Bangladesh* Originally published on Wikimedia Blog - July 29th, 2015
-
Bangladeshi awareness programs drive Bangla Wikipedia usage
Wikimedia Bangladesh (WMBD) is conducting 'Secondary level school programs' in different schools in Bangladesh named "Wikipedia awareness program". These programs are specially designed more to encourage students to effectively use Wikipedia or other Wikimedia projects for their benefit than to contribute to it. As part of Bangla Wikipedia 10th anniversary celebration, it is the first time in the country that a Wikipedia-related events are taking place in school levels.
-
Bengali Wikipedia: the largest Bengali content website on the Internet
Greetings! With about 250 million native and about 300 million total speakers worldwide, Bangla is the seventh most spoken language in the world by total number of native speakers and the eleventh most spoken language by total number of speakers. It is the only language in the world which is achieved by a language movement; people sacrificed their lives for the right to read, write, and speak the language Bangla. Building an encyclopedia in this language was unavoidable.
Bangla Wikipedia started its journey in January 2004. Back then, the people of Bangladesh had a little interest in Wikipedia. A few students and scholars used the English Wikipedia, but it was not accountable. Besides that, there were various difficulties contributing in Bangla. One of the pioneer of the Bangla Wikipedia, Dr. Ragib Hasan, said that “the biggest challenge was writing something on internet in Bangla. The Bangla Unicode was not supported on most operating systems, only few websites on the internet supported Bangla Unicode, and users had difficulties configuring it. Moreover, the idea of writing something with Bangla Unicode was new. … in the beginning, the idea of a Wikipedia in Bangla was not actually workable.”
The whole scenario has been changed in 2006. During that time, the Bangla blogging world was growing slowly, and many people became accustomed to Bangla computing—thanks in part to a free and open-source Bangla typing tool, Avro. On March 25, 2006, a Wiki team was created by the Bangladesh Open Source Network (BdOSN) to popularize Wikipedia through out the country. The aim was to represent the country to the world through Wikipedia and build a complete encyclopedia in Bangla. At that time, Bangla Wikipedia had only 500 articles. But the ‘BdOSN wiki team’ was not alone. They managed to spread the word through some newspapers and start a Bangla Wiki mailing list. Soon, many Bangla-peaking people from home and abroad joined them in this dynamic project. As a result, by theend of the October, Bangla Wikipedia got to 10,000 articles. Among the South Asian language Wikipedias, Bangla Wikipedia reached that milestone first, and many of these articles were illustrated with photos from the demonstrator of Bengali Language Movement Dr. Rafiqul Islam, who donated all his historical photographs taken during the language movement to Wikimedia Commons.
The community now began increasing the quality of their articles. Between 2009 and 2010, Bangla speakers from West Bengal, India also started to contribute to Bangla Wikipedia. In the meantime, the Wikimedia Foundation started their operations and in October 2011 a ‘local chapter was approved in Bangladesh by the Foundation to promote educational content in Bangla.
Now, Bangla Wikipedia has more than 38,000 articles on various topics with over 500 active editors per month. People from around the country now regularly arrange workshops and meet-up with active Wikipedians.
On February 26, 2015, Jimmy Wales—the founder of Wikipedia—visited Bangladesh for a celebration programme that was organized to mark the tenth year of Bangla Wikipedia, a great motivation for Bangla Wikipedia community. In his keynote, Jimmy said that according to the article depth, Bangla Wikipedia is rated quite well. It may also be noted that Bangla Wikipedians from Kolkata, India arranged a similar event, and both of the events were attended by Wikipedians from both sides.
Written by,
Nahid Sultan and Nurunnaby Chowdhury (Hasive)
Administrators, Bengali Wikipedia
* Originally publishedon Wikimedia Blog on November 10, 2015.
-
Exclusive Interview with Lane Rasberry
Lane Rasberry’s journey with the Wikimedia movement has been almost a decade. Currently, Lane is the Wikimedia-in-Residence at the Data Science Institute of the University of Virginia. Lane has also been involved with a good number of studies related to the impact of Wikipedia projects in the academic sector. In 2013, Lane visited Bangladesh, so his attachment with the Bengali projects is old as well!
-
Language Martyrs’ Day and International Mother Language Day in Bangladesh
Ekushey Bangla Wikipedia Gathering, Comilla. Photo by Shahidul Hasan Roman, freely licensed under CC-BY-SA 4.0..On 21 February 2018, Wikimedia Bangladesh hosted gatherings in 6 cities of Bangladesh (Dhaka, Chittagong, Rajshahi, Khulna, Sylhet and Comilla) to observe International Mother Language Day. Wikipedians of Bangladesh were standing in a public place with banners asking passersby to contribute to the Bangla Wikipedia and other Wikimedia projects. The day has a special meaning to Bangladeshis, as UNESCO established 21 February as International Mother Language Day as a tribute to those who were killed in the 21 February 1952 Bangla Language Movement demonstration and the ethno-linguistic rights of people around the world.
The First gathering was held back in 2007 in Dhaka. Since then, Bangladeshi Wikimedians have been doing it annually. More images can be found on Wikimedia Commons.
Ekushey Bangla Wikipedia Gathering, Dhaka. Photo by Sufe, freely licensed under CC-BY-SA 4.0..
Ekushey Bangla Wikipedia Gathering, Rajshahi. Photo by Masum-al-hasan, freely licensed under CC-BY-SA 4.0..
Ekushey Bangla Wikipedia Gathering, Sylhet. Photo by Ashiq Shawon, freely licensed under CC-BY-SA 4.0..
Ekushey Bangla Wikipedia Gathering, Khulna. Photo by Masum Ibn Musa, freely licensed under CC-BY-SA 4.0..Nahid Sultan,
Wikimedia Bangladeshপোস্টটি বাংলা ভাষায় পড়ুন
-
Wikimedia Bangladesh and Grameenphone arranged a Wikipedia Contributor Day in Dhaka
On Sunday and Monday, 16/17 February 2014, Wikimedia Bangladesh (WMBD) and Grameenphone (a Telenor concern) jointly arranged a two-day long event titled ‘Wikipedia Contributor Day’ with i-Genius students.
Grameenphone/Telenor is a Wikipedia Zero partner. We organized two days of workshops on Bengali Wikipedia and Wikimedia Commons. Grameenphone chose the participants from last year’s i-Genius students, which are selected from all over the country through a year-long program conducted by Grameenphone and the daily newspaper Prothom Alo. Usually one i-Genius is selected from every district of Bangladesh.
The goal of the workshops were to introduce Wikipedia (especially Bengali Wikipedia), and show the attendees how to edit the articles and contribute photographs to Wikimedia Commons. Most participants were new to Wikipedia, but at the same time we found several of them were already contributing to Wikipedia. It was very inspiring for us.
-
Wikipedia’s 15th birthday inspires Bangla translators
Together with the global communities, Wikimedia Bangladesh also organized a series of programs to mark Wikipeda's 15th anniversary. As part of the anniversary celebration, couple of events were organized that were hugely successful and appreciated by the local community. Good article contest, Good article edit-a-thon day and Wikipedia workshops for University students were notables events among them. Finally, a gala event was held on 15th January 2016 at Bishwo Shahitto Kendro in Dhaka to celebrate the special day.
On January 15th, 2016, Free encyclopedia — Wikipedia — completed its 15 years journey. To celebrate this special day, a good article writing competition was organized in Bangla Wikipedia by Wikimedia Bangladesh. Bangla Wikipedia has a total article count of 42,000+. Among these, only a handful of articles have been reviewed as good articles. In an attempt to enhance the content quality in the Bangla Wikipedia, the competition was organized which aimed at increasing the number of good articles. The competition continued from 1st of November 2015 to 10th of January 2016. The events received press coverage from around the country, including newspapers like Prothom Alo and The Daily Star.
In this contest, Bangla Wikipedians have fully translated about 600 good articles from English Wikipedia. A total of 550 Bengali speaking registered users from Bangladesh, India, Italy and South Korea participated in this two months long competition and 130 of them were awarded Wikipedia Badge, wristband, USB flash drive and T-shirts by Wikimedia Bangladesh. A reviewer panel comprising 35 experienced and regular users evaluated the translated articles. Among all the participants of the competition, 86% were new in Wikipedia and contributed for the first time, 14% were frequent editors and 12% were female editors. This contest has increased the number of good quality articles in Bangla Wikipedia and, at the same time, engaged a huge number of new users in Wikipedia through this contest. S.M. Monir created the highest number of articles and was awarded the first prize, a bicycle, and a certificate in the 15th year celebration program.
Good article edit-a-thon day was another event of this series of programs. Five edit-a-thons were organized in three different cities, which are - Dhaka, Sylhet and Chittagong division. The aim of the edita-thons was to increase the number of good articles in Bangla Wikipedia. As a result of these edita-thons, the number of good articles are increased from 14 to 60. Besides those events, Wikipedia Workshop were held in three different Universities of Bangladesh. On an average, about 50 students attended in each workshop. The main goal of the workshops was to create awareness about Wikimedia projects. Another goal was to introduce Wikipedia (especially Bangla Wikipedia) to the audience and show the attendees how to edit the articles and contribute photographs to Wikimedia Commons.
The series programs ended on 15th January 2016 at Bishwo Shahitto Kendro in Dhaka through the celebration of Wikipedia's birthday. Noted filmmaker Mostofa Sarwar Farooki was present at the program as a special guest.* Event details in Bangla Wikipedia
* See Photos on Wikimedia Commons
Nahid Sultan, Secretary,
Wikimedia Bangladesh -
একুশের চেতনায় বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান
একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ, কুমিল্লা। ছবি তুলেছেন শহিদুল হাসান রোমান, সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।২১শে ফেব্রুয়ারিতে, ইন্টারনেটসহ সাইবার জগতে বাংলা ভাষাকে এগিয়ে নেওয়ার তাগিদে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা ও কুমিল্লায় উইকিপিডিয়ানদের এক সমাবেশ থেকে একুশের চেতনায় উজ্জীবিত তরুণদের বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। উইকিপিডিয়া তত্ত্বাবধানকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় চ্যাপ্টার “উইকিমিডিয়া বাংলাদেশ” এ সমাবেশের আয়োজন করে। বাংলাদেশীদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৫২ সালে তদানীন্তন পূর্ব বাংলায় আন্দোলনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার লক্ষ্যে যারা শহীদ হয় তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য বাংলাদেশে দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়। ১৯৯৯ সালে ইউনেস্কো বাংলা ভাষা আন্দোলন, মানুষের ভাষা এবং কৃষ্টির অধিকারের প্রতি সম্মান জানিয়ে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
উইকিমিডিয়া বাংলাদেশের স্থানীয় সম্প্রদায়সমূহ ঢাকার বাইরের সমাবেশগুলো আয়োজনে সহয়তা করে। ২০০৭ সাল থেকে প্রতি বছরই এ সমাবেশটি আয়োজন করা হচ্ছে। আয়োজনের আরও ছবি পাওয়া যাবে উইকিমিডিয়া কমন্সে।
একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ, ঢাকা। ছবি তুলেছেন সুফি, সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ, রাজশাহী। ছবি তুলেছেন মাসুম-আল-হাসান, সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ, সিলেট। ছবি তুলেছেন আশিক শাওন, সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ, খুলনা। ছবি তুলেছেন মাসুম ইবনে মুসা, সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।নাহিদ সুলতান,
উইকিমিডিয়া বাংলাদেশRead this post in English language
-
বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে নিবন্ধ লেখার প্রতিযোগিতা
‘আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ায় ১লা ফেব্রুয়ারি থেকে একটি নিবন্ধ লেখার প্রতিযোগিতা শুরু হয়েছে। উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত দুই মাসব্যাপী নিবন্ধ লেখার এই প্রতিযোগিতাটি ৩১শে মার্চ পর্যন্ত চলবে। বাংলাদেশ ও ভারত থেকে যে-কেউ এই প্রতিযোগিতায় অংশ নিয়ে নির্দিষ্ট তালিকা থেকে নিবন্ধ তৈরি করতে পারবেন। প্রতিটি নিবন্ধ অনুবাদের জন্য দেওয়া হবে পুরস্কার। এছাড়াও সবচেয়ে বেশি নিবন্ধ অনুবাদকারী পাবেন উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ পুরস্কার।
বাংলা উইকিপিডিয়াতে বর্তমানে বিভিন্ন বিষয়ে ৪৭ হাজারেরও বেশি নিবন্ধ রয়েছে কিন্তু এখনো অনেক গুরুত্বপূর্ণ নিবন্ধই তৈরি বাকী রয়েছে। বাংলায় সেই অলিখিত নিবন্ধগুলো অন্তর্ভূক্ত করাই এই প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য।
উল্লেখ্য, ২০০৪ সালে চালু হওয়া বাংলা উইকিপিডিয়া এ বছরের ২৭শে জানুয়ারি ১৩ বছরে পদাপর্ণন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণ ও এ সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে https://bn.wikipedia.org/s/96gp লিংকে।
নাহিদ সুলতান
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ -
বাংলা উইকিপিডিয়ার ১৬ বছরে পদার্পণ
২০০৪ সালের ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হওয়া বাংলা উইকিপিডিয়া আজ (সোমবার) ১৬ বছরে পদার্পণ করেছে। মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা জিমি ওয়েলস বিনা মূল্যে তথ্যসমৃদ্ধ একটি জ্ঞানভাণ্ডার তৈরির লক্ষ্যে ২০০১ সালে উইকিপিডিয়া প্রতিষ্ঠা করেন।
-
বাংলাদেশীদের উদ্দেশ্যেঃ উইকিপিডিয়ায় আপনাকে প্রয়োজন!
ক্রমবর্ধমান তথ্যপ্রযুক্তির এই বিশ্বে ইন্টারনেট আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে যেখানে মানুষ তথ্যের জন্য মাত্র কয়েক ক্লিক দূরে ওয়েবের দারস্থ হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই ওয়েব সার্চের ফলাফল আপনাকে উইকিপিডিয়ার লিংকে নিয়ে যাচ্ছে; তাই এটি একটি দুঃখের বিষয় যদি আপনার অনুসন্ধানকৃত তথ্যটি উইকিপিডিয়ার পৃষ্ঠায় না পাওয়া যায়, অথবা যদি এটি ভুল ও দুর্বলভাবে উপস্থাপন করা হয় - এতে আপনি হতাশ বা মন:ক্ষুণ্ণও হতে পারেন।
উইকিপিডিয়া, যদিও অধিকাংশ লোকই জানেন, এটি একটি উন্মুক্ত অনলাইন বিশ্বকোষ যা বর্তমানে ২৯১টি ভাষায় চালু রয়েছে - এবং এটি এমন একটি বিশ্বকোষ যা আপনার এই মহুর্তে মনে পড়ছে এরকম প্রায় সব বিষয়ই কাভার করেছে। উইকিপিডিয়া, বিশ্বের সর্ববৃহৎ বিশ্বকোষ যার মুখ্য উদ্দেশ্য হল, মানুষকে এমন একটি গ্রহ উপহার দেওয়া যেখানে সমস্ত জ্ঞান সব মানুষ তাদের নিজস্ব ভষায় শেয়ার করতে পারবেন এবং যেখানে সব মানুষের থাকবে সমান প্রবেশাধিকার।
-
বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতায় বাংলাদেশকে উপস্থাপন করুন
১লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া আয়োজিত সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস (ডব্লিউএলএম)’। ডব্লিউএলএম একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা যা প্রতি বছর সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো স্ব-স্ব স্থাপনার ছবি নিয়ে অংশগ্রহণ করে।
বাংলাদেশও এ বছর দ্বিতীয়বার এই প্রতিযোগিতায় দেশের প্রত্নতাত্ত্বিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিয়ে অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতায় বাংলাদেশের যে কেউ অংশ নিতে পারবেন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকা থেকে যেকোন সময় তোলা যেকোন স্থাপনার ছবি যত খুশি আপলোড করা যাবে পুরু সেপ্টেম্বর মাসজুড়ে। বাংলাদেশে প্রতিযোগিতাটি আয়োজন করছে উইকিমিডিয়া বাংলাদেশ। প্রতিযোগিতাটি সেপ্টেম্বর ১ থেকে শুরু হয়ে সেপ্টেম্বর ৩০ পর্যন্ত চলবে।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রতিটি দেশ থেকে প্রাপ্ত ১০টি করে ছবি থেকে আন্তর্জাতিক বিজয়ী ঘোষণা করা হবে। আন্তর্জাতিকভাবে বিজয়ী প্রথম দশজনকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হবে। এছাড়া স্থানীয় পর্যায়েও সতন্ত্রভাবে পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতাটি আয়োজনে আয়োজকদের সহযোগিতা করছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ‘ইউনেস্কো’, জনপ্রিয় আলোকচিত্র শেয়ারিং ওয়েবসাইট ‘ফ্লিকার’ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সংস্থা ‘ইউরোপা নোস্ট্রা’।
উল্লেখ্য, এ বছর প্রতিযোগিতাটিতে অংশ নিচ্ছে বিশ্বের ৫৬টি দেশ। ২০১০ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত বিভিন্ন দেশের স্থাপনার ১৬ লখের বেশি ছবি যুক্ত হয়েছে। ২০১৬ সালের প্রতিযোগিতায় ৪৩ দেশের ১০,৭০০ জন অংশগ্রহণকারী মোট ২,৭৭,০০০টি ছবি জমা দিয়েছিলেন। গিনেজ বুকের রেকর্ড অনুযায়ী, এটিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা।
প্রয়োজনীয় লিংক:
- বাংলাদেশের জন্য ছবি আপলোড ও বিস্তারিত: wikiloves.org/monuments
- বাংলাদেশের যেসব স্থানের ছবি দেওয়া যাবে: বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকা
- ইমেইল:
- আন্তর্জাতিক ওয়েবসাইট: wikilovesmonuments.org
- ২০১৬ সালের বিজয়ী ছবিসমূহ: Wiki Loves Monuments 2016 winners
নাহিদ সুলতান,
সমন্বয়ক, উইকি লাভস মনুমেন্টস বাংলাদেশ
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ -
ভাষা আন্দোলন দিবসে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান
চীনের চাংশা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গন্থাগারের সামনে একুশের চেতনায় বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান। ছবি: সাকিব রেজা পিয়াল যা উইকিমিডিয়া কমন্সে সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
২১শে ফেব্রুয়ারিতে, ইন্টারনেটে বাংলা ভাষার বিষয়বস্তু বা কনটেন্ট সমৃদ্ধ করার তাগিদে একুশের চেতনায় উজ্জীবিত তরুণদের বাংলা উইকিপিডিয়াকে (http://bn.wikipedia.org) সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও রাজশাহীতে উইকিপিডিয়ানদের এক সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।
-
শুরু হচ্ছে ‘উইকিপিডিয়া এশীয় মাস’ নামে নিবন্ধ লেখার প্রতিযোগিতা
নভেম্বরের ১ তারিখ থেকে বাংলা উইকিপিডিয়াসহ এশিয়ার প্রায় ৫০টি ভাষার উইকিপিডিয়ায় একসাথে শুরু হচ্ছে ‘উইকিপিডিয়া এশীয় মাস’ নামে একটি নিবন্ধ লেখার প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি পুরু নভেম্বর মাস জুড়ে অনুষ্ঠিত হবে। মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় এশিয়া সম্পর্কিত তথ্য সমৃদ্ধ করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য। উইকিপিডিয়া এশীয় সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বের স্মারক হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারী, যারা অন্ততঃ চারটি নিবন্ধ তৈরী করবেন, তাঁরা অন্য অংশগ্রহণকারী দেশ থেকে একটি উইকিপিডিয়া পোস্টকার্ড উপহার হিসেবে পাবেন। এছাড়াও প্রত্যেক উইকিপিডিয়া থেকে যিনি সবচেয়ে বেশি নিবন্ধ তৈরী করবেন, তাঁকে উইকিপিডিয়া এশীয় দূত উপাধিতে সম্মানিত করা হবে।
২০১৫ সালে প্রথম শুরু হওয়া বার্ষিক এ প্রতিযোগিতাটি এবার দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকসূত্রে জানা যায়, ২০১৫ এর প্রতিযোগিতায় ৪০টিরও বেশি উইকিপিডিয়া থেকে ১০০০ ব্যবহারকারী অংশ গ্রহণ করে এবং তারা মোট ৬০০০ এশিয়া সম্পর্কিত নিবন্ধ উইকিপিডিয়াতে যুক্ত করেন। গত বছরের প্রতিযোগিতায় ১৩টি উইকিমিডিয়া স্থানীয় সম্প্রদায়ের মাধ্যমে মোট ৪৪টি দেশে পোস্টকার্ড প্রেরণ করা হয়েছিল। ২০১৫ সালে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি নিবন্ধ লেখে ‘উইকিপিডিয়া এশীয় দূত’ উপাধিতে ভূষিত হয়েছিলেন, সুব্রত রায়।
উল্লেখ্য, এ বছরের প্রতিযোগিতায় অন্যান্য স্থানীয় চ্যাপ্টারের সাথে উইকিমিডিয়া বাংলাদেশও সাংগঠনিক সহয়তা দিয়ে সাহায্য করছে। বাংলা উইকিপিডিয়ায় প্রতিযোগিতা অংশগ্রহণ ও এ সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে https://bn.wikipedia.org/s/2n8l লিংকে।
নাহিদ সুলতান
সেক্রেটারি, উইকিমিডিয়া বাংলাদেশ