২০০৪ সালের ২৭ জানুয়ারি বাংলা উইকিপিডিয়ার যাত্রা শুরু হয়। তখন থেকেই একদল স্বেচ্ছাসেবী অবদানকারী ইন্টারনেটে বাংলা ভাষার বিষয়বস্তু সমৃদ্ধি ও বাংলা ভাষায় একটি পূর্ণাঙ্গ মুক্ত বিশ্বকোষ সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছেন। কোন একটি নিবন্ধ প্রথমে কেউ একজন তৈরি করেন, পরবর্তীতে সবাই মিলে সেই ভূক্তিতে কাজ করেন ও তথ্য যুক্ত করেন। উইকিপিডিয়ায় প্রতিটি নিবন্ধে বা ভূক্তিতে কোন নির্দিষ্ট একজনের অবদান নয় বরং সম্মিলিতভাবে সবাই মিলে কোন একটি ভূক্তিকে পূর্ণতা দানের চেষ্টা করেন।
উইকিপিডিয়াতে কেউ নতুন নিবন্ধ তৈরি করেন, কেউ বিদ্যমান নিবন্ধসমূহে আরও তথ্য যুক্ত করে সমৃদ্ধ করেন, কেউ বানান সংশোধনের কাজ করেন আবার কেউ কেউ প্রশাসনিক দিকগুলো দেখাশুনা করেন। সবার এরকম ছোট ছোট সম্মিলত প্রয়াসেই বাংলা উইকিপিডিয়া আজ বাংলা ভাষার অন্যতম বড় কনটেন্ট সমৃদ্ধ ওয়েবসাইট হিসেবে এই স্থানে এসেছে।
তবে আজ আপনাদের বাংলা উইকিপিডিয়ার এমন কয়েকজন অবদানকারীর সাথে পরিচয় করিয়ে দেব যারা বাংলা উইকিপিডিয়াতে সবচেয়ে বেশি নতুন নিবন্ধ তৈরি বা শুরু করেছেন।
ইনতেখাব আলম চৌধুরী — ১০১৫টি নিবন্ধ
রাগিব হাসান — ১০১৭টি নিবন্ধ

১২২০০৩ সালে ইংরেজি উইকিপিডিয়ার যখন ২ বছর বয়স তখন এর গুরূত্ব উপলব্ধি করে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস এসবের তথ্য ইন্টারনেটে নিয়ে আসার তাগিদ থেকে বিশেষ করে অন্তর্জালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধ করার লক্ষে রাগিব হাসান ইংরেজি উইকিপিডিয়ার মাধ্যমে উইকিপিডিয়াতে অবদান রাখা শুরু করেন।
পরবর্তীতে ২০০৫-৬ সালে নিবন্ধ লিখে, নিবন্ধ তৈরির টিউটোরিয়াল তৈরি, পত্রপত্রিকা, ব্লগ ও মেইলিং লিস্ট/গ্রুপে সচেতনতামূলক লেখালেখি করে বাংলা উইকিপিডিয়ার প্রাথমিক ভিত্তি গড়ে তোলার চেষ্টা করেন। ফলশ্রুতিতে, ২০০৬ সালের শেষ দিকে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ সংখ্যা মাত্র কয়েকটি থেকে ১০ হাজারে পৌঁছে।
রাগিব হাসান ব্যক্তিগত জীবেনে একজন কম্পিউটার বিজ্ঞানী, লেখক ও ই-শিক্ষক। বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহাম-এর কম্পিউটার বিজ্ঞানের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য ও বর্তমান উপদেষ্টা এই অবদানকারী পেশাগত ব্যস্ততায় এখন উইকিপিডিয়ায় নিয়মিত সময় দিতে না পরলেও সময় পেলেই তার প্রিয় বিষয় বিজ্ঞান ও ইতিহাস এবং মুক্তিযুদ্ধ নিয়ে অবদান রাখার চেষ্টা করেন। বাংলা উইকিপিডিয়াতে তিনি এখন পর্যন্ত ১০১৭টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।
কায়সার আহমাদ তুতুনজী — ১১৩২টি নিবন্ধ
আশিক শাওন — ১২৪৩টি নিবন্ধ

মাসুম ইবনে মুসা — ১৩৮০টি নিবন্ধ
ক্রিকেটার, অভিনেতা এবং অভিনেত্রীর জীবনী সংক্রান্ত এবং চলচ্চিত্র বিষয়াদি নিয়েই তিনি সবেচেয়ে বেশি লিখে থাকেন। এছাড়াও তিনি ইসলাম ধর্ম সম্পর্কিত নিবন্ধে কাজ করতে ভালবাসেন। অবসর সময়ে তিনি বই পড়তে, গান শুনতে এবং কবিতা ও গল্প লিখতে পছন্দ করেন।
বোধিসত্ত্ব মন্ডল — ১৪৯৩টি নিবন্ধ
পশ্চিমবঙ্গের উইকিপিডিয়ার যে সম্প্রদায় তিনি তার প্রতিষ্ঠাতা সদস্য। বাংলা উইকিপিডিয়ার বাইরে তিনি এর সহপ্রকল্প ‘উইকিসংকলনেও’ অবদান রাখছেন। বাংলা উইকিপিডিয়াতে তিনি এখন পর্যন্ত ১৪৯৩টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।
খান মুহাম্মদ বিন আসাদ — ১৫৪৫টি নিবন্ধ

আমরা নিশ্চিত করেই বলতে পারি বাংলা উইকিপিডিয়াতে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত যত নিবন্ধ রয়েছে তার অধিকাংশই লিখেছেন এই উইকিপিডিয়ান। বর্তমানে বাংলা উইকিপিডিয়াতে তিনি সক্রিয় না থাকলে জ্যোতির্বিজ্ঞান নিয়ে তার লেখা অসংখ্য নিবন্ধের জন্য বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় তার কাছে কৃতজ্ঞ। ২০১৫ সাল পর্যন্ত বাংলা উইকিপিডিয়াতে তিনি মোট ১৫৪৫টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।
মাহবুবুল হক ওয়াকিম — ১৫৪৭টি নিবন্ধ

পড়ালেখার খাতিরে ঢাকায় বসবাস করা ওয়াকিম বর্তমানে সাহিত্য ও চলচ্চিত্র বিষয়েই বেশি অবদান রাখেন। অস্কার, নোবেল, গোল্ডেন গ্লোব, বাফটা, ম্যান বুকার বিজয়ী সাহিত্যিক, অভিনয়শিল্পী, সঙ্গীতজ্ঞসহ বিভিন্ন বিষয়ে বাংলা উইকিপিডিয়াতে তিনি এখন পর্যন্ত ১৫৪৭টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।
অনুপ সাদি — ১৫৫৮টি নিবন্ধ
আবার উদ্ভিদ ও প্রাণীর জীবন যেহেতু পানি নির্ভর করেই বেঁচে থাকে, ফলে তিনি দূষণহীন পানির উৎস হিসেবে বাংলাদেশের নদী নিয়ে লিখতে শুরু করেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশের ৪০৫টি নদী সম্পর্কেই তিনি নিবন্ধ তৈরি করেছেন। তবে তার আগ্রহের মূল বিষয় হল প্রকৃতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞান। বাংলা উইকিপিডিয়াতে তিনি এখন পর্যন্ত ১৫৫৮টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।
খাঁ শুভেন্দু — ১৫৮২টি নিবন্ধ

পশ্চিমবঙ্গের গোবরডাঙ্গা হিন্দু কলেজের স্নাতকের এই শিক্ষার্থী বাংলা উইকিপিডিয়ায় তার আগ্রহের বিষয়- পরিবহন ব্যবস্থা ও পরিকাঠামো, বন্দর- বিমানবন্দর, রেল, শহর, চলচ্চিত্র (বিশেষ করে বাংলা চলচ্চিত্র) এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধাস্ত্র, যুদ্ধ জাহাজ ও জাহাজ নির্মাণ কেন্দ্র ইত্যাদি বিষয়ে এখন পর্যন্ত ১৫৮২টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।
অর্ণব দত্ত — ১৬৯০টি নিবন্ধ

অবসর সময়ে তিনি ইতিহাস, ধর্ম ও দর্শন (মূলত ভারতীয় ধর্ম অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ এবং খ্রিস্টধর্ম), ভূগোল, সাহিত্য, সংগীত (মূলত রবীন্দ্রসংগীত) ও শিল্পসংস্কৃতি নিয়ে বাংলা উইকিপিডিয়াতে বেশি লেখালেখি করতে পছন্দ করেন। তার বাংলার লোকসংস্কৃতির প্রতিও বিশেষ আগ্রহ রয়েছে। বাংলা উইকিপিডিয়াতে তিনি এখন পর্যন্ত ১৬৯০টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।
অর্ণব জাহিন — ২৯৩৭টি নিবন্ধ

বাংলা উইকিপিডিয়ায় তিনিই একমাত্র অবদানকারী যার একাউন্ট কখন তৈরি হয়েছে সেটি উইকিপিডিয়ার সিস্টেমেও নেই। তিনি Zaheen নামে উইকিপিডিয়াতে অবদান রাখেন। বাংলা উইকিপিডিয়াতে তিনি এখন পর্যন্ত ২৯৩৭টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।
সুব্রত রায় — ৩৫১৭টি নিবন্ধ
ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক ৪৮ বছর বয়সী এই উইকিপিডিয়ান বলেন, “আরও কয়েকটি বছর নিজেকে উইকির সাথে জড়িত রাখতে চাই যদি সৃষ্টিকর্তা সময় ও সুযোগ দেন। অবশ্য, নিজস্ব ইন্দ্রীয় শক্তিগুলো (চক্ষু, জ্ঞান) যদি সচল থাকে, তার উপরই সবকিছু নির্ভর করছে!” বাংলা উইকিপিডিয়াতে তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ৩৫১৭টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।
নাহিদ সুলতান,
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ
টীকা: এই ব্লগে নেওয়া সব ছবি উইকিমিডিয়া কমন্সে সিসি-বাই-এসএ লাইসেন্সের আওতায় প্রকাশিত।