Blog

বাংলা উইকিপিডিয়ায় হাজারের বেশি নিবন্ধ লিখেছেন যারা

Wikipedia banner12

 

২০০৪ সালের ২৭ জানুয়ারি বাংলা উইকিপিডিয়ার যাত্রা শুরু হয়। তখন থেকেই একদল স্বেচ্ছাসেবী অবদানকারী ইন্টারনেটে বাংলা ভাষার বিষয়বস্তু সমৃদ্ধি ও বাংলা ভাষায় একটি পূর্ণাঙ্গ মুক্ত বিশ্বকোষ সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছেন। কোন একটি নিবন্ধ প্রথমে কেউ একজন তৈরি করেন, পরবর্তীতে সবাই মিলে সেই ভূক্তিতে কাজ করেন ও তথ্য যুক্ত করেন। উইকিপিডিয়ায় প্রতিটি নিবন্ধে বা ভূক্তিতে কোন নির্দিষ্ট একজনের অবদান নয় বরং সম্মিলিতভাবে সবাই মিলে কোন একটি ভূক্তিকে পূর্ণতা দানের চেষ্টা করেন।

 উইকিপিডিয়াতে কেউ নতুন নিবন্ধ তৈরি করেন, কেউ বিদ্যমান নিবন্ধসমূহে আরও তথ্য যুক্ত করে সমৃদ্ধ করেন, কেউ বানান সংশোধনের কাজ করেন আবার কেউ কেউ প্রশাসনিক দিকগুলো দেখাশুনা করেন। সবার এরকম ছোট ছোট সম্মিলত প্রয়াসেই বাংলা উইকিপিডিয়া আজ বাংলা ভাষার অন্যতম বড় কনটেন্ট সমৃদ্ধ ওয়েবসাইট হিসেবে এই স্থানে এসেছে।

তবে আজ আপনাদের বাংলা উইকিপিডিয়ার এমন কয়েকজন অবদানকারীর সাথে পরিচয় করিয়ে দেব যারা বাংলা উইকিপিডিয়াতে সবচেয়ে বেশি নতুন নিবন্ধ তৈরি বা শুরু করেছেন।

 

ইনতেখাব আলম চৌধুরী — ১০১৫টি নিবন্ধ

Intakhab Alam Chowdhury - Dhaka 2015-05-30 1721.JPG
১৩পেশায় সফটওয়্যার ডেভেলাপার চট্টগ্রামের বাসিন্দা ইনতেখাব আলম চৌধুরীর পাঠক হিসেবে ছাত্রজীবনে উইকিপিডিয়ার সাথে প্রথম পরিচয়। পাঠক হিসেবে শুরু করলেও ২০১২ সাল থেকে তিনি নিয়মিত বাংলা উইকিপিডিয়াতে অবদান রাখতে শুরু করেন। ইংরেজির তুলনায় বাংলায় তথ্যের ঘাটতি দেখে তিনি ইংরেজি নিবন্ধগুলোই বাংলাতে অনুবাদ শুরু করেন।
 
অবসর সময়ে উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের জীবনী, বিভিন্ন ঐতিহাসিক বিষয়বস্তু, ঘটনা, ভৌগলিক স্থান নিয়েই তিনি বেশি নিবন্ধ তৈরি করেন। বাংলা উইকিপিডিয়াতে তিনি এখন পর্যন্ত ১০১৫টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।
  

 

 

রাগিব হাসান — ১০১৭টি নিবন্ধ

Ragib Hasan.jpg

১২২০০৩ সালে ইংরেজি উইকিপিডিয়ার যখন ২ বছর বয়স তখন এর গুরূত্ব উপলব্ধি করে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস এসবের তথ্য ইন্টারনেটে নিয়ে আসার তাগিদ থেকে বিশেষ করে অন্তর্জালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধ করার লক্ষে রাগিব হাসান ইংরেজি উইকিপিডিয়ার মাধ্যমে উইকিপিডিয়াতে অবদান রাখা শুরু করেন।

পরবর্তীতে ২০০৫-৬ সালে নিবন্ধ লিখে, নিবন্ধ তৈরির টিউটোরিয়াল তৈরি, পত্রপত্রিকা, ব্লগ ও মেইলিং লিস্ট/গ্রুপে সচেতনতামূলক লেখালেখি করে বাংলা উইকিপিডিয়ার প্রাথমিক ভিত্তি গড়ে তোলার চেষ্টা করেন। ফলশ্রুতিতে, ২০০৬ সালের শেষ দিকে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ সংখ্যা মাত্র কয়েকটি থেকে ১০ হাজারে পৌঁছে।

রাগিব হাসান ব্যক্তিগত জীবেনে একজন কম্পিউটার বিজ্ঞানী, লেখক ও ই-শিক্ষক। বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহাম-এর কম্পিউটার বিজ্ঞানের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য ও বর্তমান উপদেষ্টা এই অবদানকারী পেশাগত ব্যস্ততায় এখন উইকিপিডিয়ায় নিয়মিত সময় দিতে না পরলেও সময় পেলেই তার প্রিয় বিষয় বিজ্ঞান ও ইতিহাস এবং মুক্তিযুদ্ধ নিয়ে অবদান রাখার চেষ্টা করেন। বাংলা উইকিপিডিয়াতে তিনি এখন পর্যন্ত ১০১৭টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।

 

কায়সার আহমাদ তুতুনজী — ১১৩২টি নিবন্ধ

Kayser Ahmad Totonji.jpg

১১কায়সার আহমাদ তুতুনজী ইন্টারনেটে অনুসন্ধান করতে করতে হঠাৎ একদিন ইংরেজি উইকিপিডিয়ার সন্ধান পান। এভাবে ঘাঁটতে ঘাঁটতেই তার বাংলা উইকিপিডিয়াতে অবদান রাখা শুরু হয়। তিনি যেকোন বিষয় বাংলা উইকিপিডিয়াতে অনুসন্ধান করে খুঁজে না পেলে চট করে নিবন্ধটি তৈরি করে ফেলেন। তবে তার বেশি আগ্রহ বাংলাদেশ বিষয়াবলি নিয়ে বিশেষ করে খেলাধুলা ও ভুগোল।
 
নীলফামারীর ডিমলা উপজেলার কায়সার ব্যক্তিগত জীবনে একজন ব্যবসায়ী। বাংলা উইকিপিডিয়াতে তিনি এখন পর্যন্ত ১১৩২টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।

 

আশিক শাওন — ১২৪৩টি নিবন্ধ

800px thumbnail
১০তার পুরো নাম ‘আবু শায়েখ মোহাম্মদ আশিকুর রহমান শাওন’ হলেও বাংলা উইকিপিডিয়াতে তিনি আশিক শাওন নামেই পরিচিত। ২০১০-১১ সালে তিনি নিয়মিত ব্লগিং করতেন আর সে সময় বাংলা উইকিপিডিয়ার অবদানকারী রাগিব হাসান এবং বেলায়েত হোসেনের বাংলা উইকিপিডিয়াতে যোগদানের আহ্বান জানিয়ে লেখা ব্লগ দেখেই উইকিপিডিয়ার ব্যাপারে আগ্রহ তৈরি হয়।
 
নির্দিষ্ট কোন বিষয় নিয়ে না লিখলেও তার আগ্রহের জায়গা বাংলাদেশ ও বাংলা ভাষা। বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ শিক্ষা ক্যাডারে - ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত এই অবদানকারী উইকিমিডিয়া বাংলাদেশের সিলেট উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। অনলাইনে অবদানের পাশাপাশি সিলেটে স্থানীয় অবদানকারী বৃদ্ধিতে কাজ করছেন।
 
বাংলা উইকিপিডিয়াতে তিনি এখন পর্যন্ত ১২৪৩টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।

 

মাসুম ইবনে মুসা — ১৩৮০টি নিবন্ধ

Masum Ibn Musa - Mohali 2016-08-05 7156.JPG
খুলনা সরকারি বি.এল. কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা মাসুম ইবনে মুসা খুলনার’ই বাসিন্দা। পেশায় কম্পিউটার প্রশিক্ষক মাসুম ২০১৩ সালের ডিসেম্বর থেকে বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত লিখছেন। বাংলা উইকিপিডিয়াতে তিনি এখন পর্যন্ত ১৩৮০টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।

ক্রিকেটার, অভিনেতা এবং অভিনেত্রীর জীবনী সংক্রান্ত এবং চলচ্চিত্র বিষয়াদি নিয়েই তিনি সবেচেয়ে বেশি লিখে থাকেন। এছাড়াও তিনি ইসলাম ধর্ম সম্পর্কিত নিবন্ধে কাজ করতে ভালবাসেন। অবসর সময়ে তিনি বই পড়তে, গান শুনতে এবং কবিতা ও গল্প লিখতে পছন্দ করেন।

 

 

বোধিসত্ত্ব মন্ডল — ১৪৯৩টি নিবন্ধ

Bodhisattwa Mandal Kolkata 2014 01 19 6811
পেশায় ডাক্তার পশ্চিমবঙ্গের বোধিসত্ত্ব মন্ডল পাহাড়-পর্বতে ঘুরে বেড়াতে ভালোবাসেন। রাধাগোবিন্দ কর মেডিকেল কলেজ ও হাসপাতাল ‎থেকে ডাক্তারি পাশ করা বোধিসত্ত্ব এই মেডিকেল কলেজের নিবন্ধটি বাংলা উইকিপিডিয়াতে তৈরির মাধ্যমে ২০১৩ সালে তার উইকিপিডিয়া যাত্রা শুরু করেন। তিনি ভারতীয় বিষয়াদি, খেলাধুলা, বৌদ্ধধর্ম প্রভৃতি নিয়ে প্রচুর নিবন্ধ তৈরি করেছেন।

পশ্চিমবঙ্গের উইকিপিডিয়ার যে সম্প্রদায় তিনি তার প্রতিষ্ঠাতা সদস্য। বাংলা উইকিপিডিয়ার বাইরে তিনি এর সহপ্রকল্প ‘উইকিসংকলনেও’ অবদান রাখছেন। বাংলা উইকিপিডিয়াতে তিনি এখন পর্যন্ত ১৪৯৩টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।

 

খান মুহাম্মদ বিন আসাদ — ১৫৪৫টি নিবন্ধ

Male-question.svg
বাংলা উইকিপিডিয়ার শুরুর দিকের একজন অবদানকারী। আসল নাম খান মুহাম্মদ বিন আসাদ হলেও বাংলা উইকিপিডিয়াতে তিনি মুহাম্মদ নামেই পরিচিত। ময়মনসিংহে জন্মগ্রহণকারী পেশায় রেডিও জ্যোতির্বিজ্ঞানী ও নেশায় লেখক এই অবদানকারী বাংলাদেশ বিষয়াদি, প্রাচীন ইতিহাস এবং বিজ্ঞানী, অভিযাত্রী, দার্শনিক ও অন্যান্য জীবনীসংক্রান্ত অসংখ্য নিবন্ধ বাংলা উইকিপিডিয়ার শুরুর দিকে লিখেছেন।
 

আমরা নিশ্চিত করেই বলতে পারি বাংলা উইকিপিডিয়াতে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত যত নিবন্ধ রয়েছে তার অধিকাংশই লিখেছেন এই উইকিপিডিয়ান। বর্তমানে বাংলা উইকিপিডিয়াতে তিনি সক্রিয় না থাকলে জ্যোতির্বিজ্ঞান নিয়ে তার লেখা অসংখ্য নিবন্ধের জন্য বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় তার কাছে কৃতজ্ঞ। ২০১৫ সাল পর্যন্ত বাংলা উইকিপিডিয়াতে তিনি মোট ১৫৪৫টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।

 

মাহবুবুল হক ওয়াকিম — ১৫৪৭টি নিবন্ধ

Mahbubul Hoq Wakim ata Dhaka Wikipedia meet-up.jpg
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াকিম, উইকিপিডিয়া বিষয়ে লেখা একটি ব্লগ পড়ে প্রথম জানতে পারেন, উইকিপিডিয়াতে তিনিও লিখতে পারবেন! ২০১৫ সালে একুশে পদকপ্রাপ্তদের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় যুক্ত করার মাধ্যমে তিনি অবদান রাখা শুরু করেন। এরপর বিষয়টি তার কাছে অনেকটা আসক্তির মত হয়ে যায়। সময় পেলেই তিনি দেশে-বিদেশের রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্তদের নিয়ে নিবন্ধ তৈরি করেন।

পড়ালেখার খাতিরে ঢাকায় বসবাস করা ওয়াকিম বর্তমানে সাহিত্য ও চলচ্চিত্র বিষয়েই বেশি অবদান রাখেন। অস্কার, নোবেল, গোল্ডেন গ্লোব, বাফটা, ম্যান বুকার বিজয়ী সাহিত্যিক, অভিনয়শিল্পী, সঙ্গীতজ্ঞসহ বিভিন্ন বিষয়ে বাংলা উইকিপিডিয়াতে তিনি এখন পর্যন্ত ১৫৪৭টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।

 

অনুপ সাদি — ১৫৫৮টি নিবন্ধ

Shaeikh Sadi - Dhaka 2015-05-30 1735.JPG
অনুপ সাদি উইকিপিডিয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও পেশায় একজন লেখক। গবেষণা ও লেখালেখির প্রয়োজনেই তাকে অনেক সময় বিভিন্ন তথ্যের জন্য ইন্টারনেটে অনুসন্ধান করতে হত। এভাবেই তার উইকিপিডিয়ার সাথে প্রথম পরিচয়। ২০১০-১২ সালের দিকে যখন অনেক গুরুত্বপূর্ণ বিষয় খুঁজেও বাংলা উইকিপিডিয়াতে পাননি তখন সিদ্ধান্ত নিলেন নিজেই তথ্যগুলো বাংলা উইকিপিডিাতে যুক্ত করবেন।
 
যাতে অন্যরা অনুসন্ধান করতে এসে নিরাস না হন। বাংলা উইকিপিডিয়াতে পরিবেশ ও প্রকৃতি বিষয়ে নিবন্ধ কম বা অসম্পূর্ণ তথ্য থাকার কারণে তিনি প্রথমেই বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণী নিয়ে বেশ কিছু নিবন্ধ তৈরি করেন।

আবার উদ্ভিদ ও প্রাণীর জীবন যেহেতু পানি নির্ভর করেই বেঁচে থাকে, ফলে তিনি দূষণহীন পানির উৎস হিসেবে বাংলাদেশের নদী নিয়ে লিখতে শুরু করেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশের ৪০৫টি নদী সম্পর্কেই তিনি নিবন্ধ তৈরি করেছেন। তবে তার আগ্রহের মূল বিষয় হল প্রকৃতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞান। বাংলা উইকিপিডিয়াতে তিনি এখন পর্যন্ত ১৫৫৮টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।

 

খাঁ শুভেন্দু — ১৫৮২টি নিবন্ধ

TTT 2018 Member.jpg
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার খাঁ শুভেন্দুর যখন উইকিপিডিয়ার সাথে পরিচয় হয় তখন তিনি একাদশ শ্রেণীর শিক্ষার্থী। প্রথমদিকে শুধুমাত্র নিবন্ধ পড়লেও ২০১৬ সালের ৪ জানুয়ারি উইকিপিডিয়াতে অবদান রাখা শুরু করেন। প্রথমদিকে ইংরেজি উইকিপিডিয়াতে অবদান রাখার চেষ্টা করেন কিন্তু হঠাৎই বাংলা উইকিপিডিয়া খুঁজে পান এবং বাংলায় অবদান রাখা শুরু করেন।

পশ্চিমবঙ্গের গোবরডাঙ্গা হিন্দু কলেজের স্নাতকের এই শিক্ষার্থী বাংলা উইকিপিডিয়ায় তার আগ্রহের বিষয়- পরিবহন ব্যবস্থা ও পরিকাঠামো, বন্দর- বিমানবন্দর, রেল, শহর, চলচ্চিত্র (বিশেষ করে বাংলা চলচ্চিত্র) এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধাস্ত্র, যুদ্ধ জাহাজ ও জাহাজ নির্মাণ কেন্দ্র ইত্যাদি বিষয়ে এখন পর্যন্ত ১৫৮২টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।

অর্ণব দত্ত — ১৬৯০টি নিবন্ধ

Arnab Dutta at East Medinipur.jpg
পশ্চিমবঙ্গ থেকে যারা বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত অবদান রাখেন অর্ণব দত্ত তাদের একজন। ব্যক্তিগত জীবনে পথশিশুদের নিয়ে কাজ করা কলকাতার এই এনজিও কর্মকর্তা পড়ালেখা করেছেন ইংরেজি সাহিত্যে। কিন্তু বাংলা সাহিত্যের প্রতি তার বরাবরই আগ্রহ ছিল। বাংলা উইকিপিডিয়ায় বাংলা সাহিত্য সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে উল্লেখযোগ্য কিছু না পেয়ে সেই বিষয় নিয়ে কিছু লেখার তাগিদ থেকেই তিনি বাংলা উইকিপিডিয়াতে লেখালেখি শুরু করেন।

অবসর সময়ে তিনি ইতিহাস, ধর্ম ও দর্শন (মূলত ভারতীয় ধর্ম অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ এবং খ্রিস্টধর্ম), ভূগোল, সাহিত্য, সংগীত (মূলত রবীন্দ্রসংগীত) ও শিল্পসংস্কৃতি নিয়ে বাংলা উইকিপিডিয়াতে বেশি লেখালেখি করতে পছন্দ করেন। তার বাংলার লোকসংস্কৃতির প্রতিও বিশেষ আগ্রহ রয়েছে। বাংলা উইকিপিডিয়াতে তিনি এখন পর্যন্ত ১৬৯০টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।

অর্ণব জাহিন — ২৯৩৭টি নিবন্ধ

Male-question.svg
২০০৪ সালের শেষ দিকে ইংরেজি উইকিপিডিয়াতে অবদান রাখার মাধ্যমে অর্ণব জাহিনের উইকিপিডিয়া যাত্রা শুরু হয়। ২০০৫ সাল থেকে তিনি বাংলা উইকিপিডিয়াতে অবদান রাখা শুরু করেন। ২০০৯ সালে প্রায় ৫ বছর টানা সম্পাদনা ও প্রশাসনিক কাজের পর তিনি উইকিপিডিয়া থেকে সাময়িক বিরতি নেন। ৫ বছর বিরতির পর তিনি পুনরায় বাংলা উইকিপিডিয়াতে নিয়মিতভাবে অবদান রাখছেন।

বাংলা উইকিপিডিয়ায় তিনিই একমাত্র অবদানকারী যার একাউন্ট কখন তৈরি হয়েছে সেটি উইকিপিডিয়ার সিস্টেমেও নেই। তিনি Zaheen নামে উইকিপিডিয়াতে অবদান রাখেন। বাংলা উইকিপিডিয়াতে তিনি এখন পর্যন্ত ২৯৩৭টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।

 

সুব্রত রায় — ৩৫১৭টি নিবন্ধ

Subrata Roy - Dhaka 2015-05-30 1703.JPG
নরসিংদী জেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের লাইব্রেরিয়ান সুব্রত রায়ের বাংলা উইকিপিডিয়ার সাথে পরিচয় ২০১০ সাল থেকে। সে সময় গুগল সার্চে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধগুলো দেখে উদ্বুদ্ধ হয়ে তিনি বাংলা উইকিপিডিয়াতে অবদান রাখা শুরু করেন। প্রথমদিকে বিভিন্ন উল্লেখযোগ্য বইয়ে বর্ণিত বিষয়াবলি নিয়েই কাজ করেন।
 
আস্তে আস্তে তিনি ধর্ম, সাহিত্য, ব্যক্তিজীবনী, প্রকৃতি, সমাজ, রাজনীতি, খেলাধূলো ইত্যাদি হরেকরকম বিষয় নিয়ে নিবন্ধ লেখা শুরু করেন। উইকিপিডিয়া সম্প্রদায়ে ক্রিকেটপ্রেমী হিসেবে পরিচিত এই অবদানকারী বাংলা উইকিপিডিয়াতে অসংখ্য ক্রিকেট বিষয়ক ও ক্রিকেটারদের জীবনী সংশ্লিষ্ট নিবন্ধ তৈরি করেছেন এবং এখনো করে চলছেন।

ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক ৪৮ বছর বয়সী এই উইকিপিডিয়ান বলেন, “আরও কয়েকটি বছর নিজেকে উইকির সাথে জড়িত রাখতে চাই যদি সৃষ্টিকর্তা সময় ও সুযোগ দেন। অবশ্য, নিজস্ব ইন্দ্রীয় শক্তিগুলো (চক্ষু, জ্ঞান) যদি সচল থাকে, তার উপরই সবকিছু নির্ভর করছে!” বাংলা উইকিপিডিয়াতে তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ৩৫১৭টি নতুন নিবন্ধ তৈরি করেছেন।

 

নাহিদ সুলতান,
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ

টীকা: এই ব্লগে নেওয়া সব ছবি উইকিমিডিয়া কমন্সে সিসি-বাই-এসএ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

Business Hours

We are open on everyday. We prefer to communicate via online.

Contact online

Our Office Location

Sheltech Niribili, 210/2 (1st Floor),
New Elephant Road, Katabon, Dhaka-1205, Bangladesh

Location on map

 Home map WMBD