পাহাড়পুর বৌদ্ধ বিহার, ছবিটি তোলেছেন আব্দুল মোমিন যা সিসি-বাই-এস ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
১ সেপ্টেম্বর (রবিবার) থেকে দশমবারেরমত শুরু হচ্ছে মাসব্যাপী উইকিপিডিয়ার আলোকচিত্র প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস ২০১৯’ (ডব্লিউএলএম)। নির্দিষ্ট তালিকা থেকে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ও গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ডব্লিউএলএম একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা যা প্রতি বছর সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো স্ব-স্ব স্থাপনার ছবি নিয়ে অংশগ্রহণ করে।
২০১০ সালে নেদারল্যান্ডে প্রতিযোগিতাটি শুরু হলেও দ্রুত অন্যান্য দেশে এটি জনপ্রিয় হয়ে উঠে এবং ২০১২ সালে গিনেস বুকে এটি বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা হিসেবে স্বীকৃতি পায়। ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৮৬টি দেশের ২২ লক্ষ আলোকচিত্র প্রতিযোগিতার মাধ্যমে জমা পড়ে। ২০১৬ সাল থেকে বাংলাদেশ নিয়মিত এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বাংলাদেশে প্রতিযোগিতাটি আয়োজন করে আসছে উইকিপিডিয়া নিয়ে কাজ করা বাংলাদেশী সংস্থা ‘উইকিমিডিয়া বাংলাদেশ’।
আব্দুল মোমিনের তোলা রাজশাহীর পুঠিয়া রাজবাড়ির পঞ্চরত্ন গোবিন্দ মন্দিরের এই ছবিটি ২০১৮ সালে আন্তর্জাতিক তালিকায় চতুর্থ স্থান লাভ করে।
প্রতিযোগিতায় বাংলাদেশের যে কেউ অংশ নিতে পারবেন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকা থেকে যেকোন সময় তোলা যেকোন স্থাপনার ছবি যত খুশি আপলোড করা যাবে পুরু সেপ্টেম্বর মাসজুড়ে। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য ও বাংলাদেশ থেকে অংশগ্রহণের বিস্তারিত জানা যাবে http://www.wikiloves.org/monuments লিংকে।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রতিটি দেশ থেকে প্রাপ্ত ১০টি করে আলোকচিত্র থেকে ১৫টি আলোকচিত্রকে আন্তর্জাতিক বিজয়ী ঘোষণা করা হবে। আন্তর্জাতিকভাবে বিজয়ী প্রথম দশজনকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হবে। এছাড়া স্থানীয় পর্যায়েও সতন্ত্রভাবে পুরস্কার প্রদান করা হবে।
শাহরিয়ার আমিন ফাহিমের তোলা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের এই ছবিটি ২০১৮ সালে আন্তর্জাতিক তালিকায় পঞ্চম স্থান লাভ করে।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিযোগিতায় ১৪ হাজার আলোকচিত্রী ২ লক্ষ ৫৮ হাজার আলোকচিত্র জমা দিয়েছিলেন। ৫৬টি দেশের সাথে প্রতিযোগিতা করে আন্তর্জাতিক পর্যায়ে চুড়ান্ত তালিকায় বাংলাদেশের ৪টি আলোকচিত্র সেরা ১৫তে স্থান করে নিয়েছিল। এ বছর প্রতিযোগিতাটি আয়োজনে আয়োজকদের সহযোগিতা করছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ‘ইউনেস্কো’ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সংস্থা ‘ইউরোপা নোস্ট্রা’।
বাংলাদেশ থেকে কোন বিভাগের কোন স্থাপনার ছবি জমা দেওয়া যাবে তার নাম জানতে নিচের বিভাগের নামে ক্লিক করুন।
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
প্রয়োজনীয় লিংক:
- বাংলাদেশের জন্য ছবি আপলোড ও বিস্তারিত: www.wikiloves.org/monuments
- ইমেইল: [email protected]
- আন্তর্জাতিক ওয়েবসাইট: wikilovesmonuments.org
- ২০১৮ সালের বিজয়ী ছবিসমূহ: Wiki Loves Monuments 2018 winners
- ফেসবুক: https://www.facebook.com/WLMBangladesh
- টুইটার: https://twitter.com/WLMBangladesh
নাহিদ সুলতান,
সমন্বয়ক, উইকি লাভস মনুমেন্টস বাংলাদেশ
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ