Blog

সংখ্যা নয়, মানসিক শক্তি ও উদ্দীপনাই যেখানে উইকি সম্প্রদায় তৈরি করেছে

২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশ ভ্রমণ ও সেখানকার উইকি সম্প্রদায়ের সাথে দেখা হওয়ার বিষয়টি যখন সৃত্মিচারণ করছি তখন প্রথমেই আমার যে জিনিসগুলো মনে পড়ছে — মুখভরা হাসি, কৌতুহল এবং দারুণ আতিথেয়তা।

ব্যক্তিগত ভ্রমণের সাথে আমার কাজকে সমন্বয় করে আমি আমার স্বামীকে নিয়ে প্রায় চার সপ্তাহ বাংলাদেশের বিভিন্ন শহরে ঘুরেছি এবং বাংলাদেশের উইমিডিয়ানদের সাথে পরিচিত হয়েছি। সুবিধাজনক সময়ের ব্যবধানে রাজধানী শহর ঢাকা, বন্দর নগরী নগরী চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উইকিপিডিয়া ও অনুষ্ঠান নিরাপত্তা সম্পর্কিত ৩টি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাগুলোর মাঝের সময়ে আমি দেশটি ঘুরে এর সৌন্দর্য্য উপভোগ করেছি, সমস্যাগুলো দেখেছি এবং বিশেষ করে স্থানীয় উইমিডিয়ানদের সাথে কথা বলে তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।

বিশেষ করে নাহিদ সুলতান, মহীন রীয়াদ এবং মাসুম-আল-হাসান যারা আমাকে সাহায্য করেছিল। তারা জিনিসগুলো আগে থেকেই ঠিক করে রেখেছিল এবং তাদের মধ্যে কমপক্ষে একজন বা আরও অনেকে প্রতিদিনই আমাদের সাথে ছিল, আমাদের নিয়ে ঘুরেছে, মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে, খাওয়ার সবচেয়ে ভালো জায়গাগুলোতে নিয়ে গিয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ স্থান দেখিয়েছে।

এখানে উল্লেখ্য, কে বিভিন্ন বিল পরিশোধ করবে এটা নিয়ে তাদের সাথে অনেক যুদ্ধ করতে হয়েছে — বাংলাদেশিরা তাদের অতিথিদের আপ্যায়ন করতে পছন্দ করেন, এবং তারা সবকিছুর বিল পরিশোধ করেন। আপনি বিল পরিশোধ করতে চাইলে আগে থেকে আপনাকে এ ব্যাপারে সতর্ক এবং চালাক হতে হবে! 

আমরা বাংলাদেশিদের কাছ থেকে (পুনরায়) শিখেছি যে, টাকা খরচ হওয়াই কোন আড্ডার, একসাথে কোন রেস্টুরেন্টে বসা, একসাথে নৌকাভ্রমণ কারার গুরুত্বপূর্ণ অংশ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একসাথে সময় কাটানো এবং নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়। এই শিক্ষাটি পুনরায় স্মরণ করিয়ে দেয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ!

এবং তারা আমাদের অনেক বিস্ময়কর জিনিস দেখিয়েছিল! একসাথে আমরা জাদুঘর এবং চিত্তাকর্ষক স্থাপত্যে গিয়েছিলাম, তারা আমাদের জন্য তাদের শহরগুলোর সৌম্য (কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাপকভাবে দূষিত) নদীগুলোতে নৌকা ভ্রমণের ব্যবস্থা করেছিল (তারা দ্রুতই জানতে পেরেছিল যে, আমি নৌকাভ্রমণ ভালোবাসি), সমুদ্র পাড়ে নিয়ে গিয়েছিল এবং বিখ্যাত খাবার, স্ট্রীটফুড ও সুভ্যানিয়ার কেনার ব্যাপারে পরামর্শ দিয়েছিল। আমরা চমৎকার গোলাপী মুঘল প্রসাদ, জাতীয় স্মৃতিসৌধ (বাগানযুক্ত চমৎকার একটি আধুনিক সৌধ) দেখেছি; কবি, বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিল্পীসহ অসংখ্য উইকিমিডিয়ানদের সাথে সাক্ষাৎ করেছি। এছাড়াও আমরা ঐতিহ্যবাহী প্রাচীন শহর পানামনগর, পুঠিয়া মন্দির কমপ্লেক্সসহ আরও অসংখ্য স্থান ভ্রমণ করেছি। সবসময় উপরের তিনজন আমাদের অন্যান্য উইকিমিডিয়ানদের সাথে পরিচিত হতে সাহায্য করেছে।

৩টি কর্মশালাতেই অংশগ্রহণকারীর সংখ্যা ছিল অনেক। অন্যান্য শহরের তুলনায় ঢাকার কর্মশালার অংশগ্রহণকারীরা নিয়মিত উইকিমিডিয়ান ছিলেন, এই অনুষ্ঠানে একইসাথে দুটি বড় ছবি প্রতিযোগিতা ডব্লিউএলএমডব্লিউএলই এর পুরস্কার বিতরণ করা হয়। চট্টগ্রাম ও রাজশাহীর কর্মশালা দুটিতে পুরাতনদের পাশাপাশি অনেক নতুন অংশগ্রহণকারীই যোগদান করেছিল যারা পূর্বে কখনো উইকিমিডিয়া প্রকল্পে অবদান রাখেননি।

তবে, অামি সবচেয়ে বেশি খুশি হয়েছি অংশগ্রহণকারীরা যেভাবে অধীর আগ্রহে ও মনোযোগ দিয়ে কর্মশালাটি শুনেছে, তাদের সংখ্যা দেখে নয়। রাজশাহীর অংশগ্রহণকারীরা অধিকাংশই ছিলেন শিক্ষার্থী এবং কর্মশালার পূর্বেই তারা সারাদিন ক্লাস করেছেন ও সন্ধ্যায় কর্মশালাতে অংশ নিয়েছেন।

যদিও অনেকক্ষেত্রে আমার মত বিদেশীর কাছে প্রশ্ন করা অনেক সাহসের ব্যাপার ছিল তবুও অংশগ্রহণকারীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলেন — উদাহরণস্বরুপ, নারীরা উইকিমিডিয়াতে কিভাবে নিরাপদ থাকতে পারে, অথবা কিভাবে অনুবাদ উইকিমিডিয়া প্রকল্পকে সাহায্য করতে পারে।

এসব অনুষ্ঠানের মাঝে আমরা আরও জেনেছি বাংলাদেশের উইকিমিডিয়ানরা যেসব সমস্যার সম্মুখীন হন। ঢাকা থাকাবস্থায় এবং ঢাকার কর্মশালায় যাওয়ার পথে আমরা ট্রাফিক জ্যামের সমস্যার সম্মুখীন হয়েছি। ট্রাফিক জ্যাম ঢাকার একটি মারাত্বক সমস্যা এবং অল্প দূরুত্বে যাতায়াতেও মাঝে মাঝে অনেক সময় ব্যয় হয়। এর সাথে সেখানে অন্যান্য অনেক ছোট জিনিস যেগুলোর কারণে অনেক সময় ও শক্তি ব্যয় হয় যা আমি, একজন, ইউরোপীয় হিসেবে অভ্যস্থ না। উদাহরণস্বরুপ, কেনাকাটা অথবা রাস্তা পারাপার। একইসাথে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলই বিদ্যুৎ চলে যাওয়া সমস্যার সম্মুখীন হয় এবং সব স্থানে ইন্টারনেট সহজলভ্য নয়।

এছাড়াও, আমরা জেনেছি যে, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করাকে সাধারণ মানুষ খুব একটা ভালো চোখে দেখেন না। ইউরোপ বা উত্তর আমেরিকার ঠিক উল্টো, এখানে অবিভাবক, বন্ধু-বান্ধব ও অন্যান্যরা এটিকে অ-কাজ হিসেবে বিবেচনা করে থাকেন। এটা জানার পর, আমার মনে হয়েছে, যদি আমি আরাম ও মজা করার জন্য খুব কম সময় পেতাম এবং সাধারণ মানুষের কাছ থেকে উইকিপিডিয়াতে অবদানের জন্য সাধুবাদ না পেতাম — তখনও কি আমি আমার অবসর সময়ে উইকিপিডিয়া এবং এর সহপ্রকল্পগুলোতে অবদান রাখতাম?

প্রযুক্তি ও ইলেক্ট্রনিক পণ্যের অস্বাভাবিক মূল্য অন্য একটি সমস্যা যা বাংলাদেশি উইকিমিডিয়ানরা সম্মুখীন হন। যদিও জীবনধারণের খরচ এখানে বেশ কম কিন্তু অনেক সময় কম মজুরি পেয়েও ইলেক্ট্রনিক পণ্যের মূল্য তাদের অন্যান্য দেশের মত একইরকম পরিশোধ করতে হয় অথবা এটি অনেক সময় এগুলোর উপর ধার্য কর-এর কারণেও। উদাহরণস্বরুপ, অধিকাংশ মানুষের কাছেই ক্যামেরা নেই — এবং এর জন্য তারা নিজেদেরকে স্মার্টফোনে ছবি ধারণে দক্ষ করে গড়ে তুলেছে। এমন দক্ষ যে, সে ছবিগুলো ডব্লিউএলএম ছবি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। কিন্তু তারপরও স্মার্টফোন ব্যবহারও কিছুটা বিলাসিতা হিসেবে বিবেচনা করা হয় এবং আমি শুনেছি, এমন অনেক উইকিমিডিয়ান আছেন যার সাধারণ মোবাইল থেকেও উইকিপিডিয়ায় অবদান রাখেন। শুধু কল্পনা করুন, ভালো উপকরণ পেলে সেসব উইকিপিডিয়ানরা কি করবেন!

এবং সব চ্যালেঞ্জ সত্ত্বেও, বাংলাদেশের উইকিমিডিয়ানরা অনেক সক্রিয়। যদিও অনেক বেশি নয়, আমি জেনেছি, ১০০ থেকে ২০০-এর মধ্যে হবে। তাদের সাথে নিয়ে উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টার — যা ২০১১ সালে প্রতিষ্ঠিত — স্টুয়ার্ড, অ্যাফকম সদস্য এবং উইকিমিডিয়া কমন্সের প্রশাসক হিসেবে উইকিমিডিয়ার বৈশ্বিক সম্প্রদায়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। অনেক বেশি না হলেও তারা অনেক চমৎকার অনুষ্ঠান আয়োজন করে থাকে বছরব্যাপী — তারা উদ্দীপনার সহিত ‘উইকিলাভ’ ছড়িয়ে দিচ্ছে।

আপনি যদি উইকিমিডিয়া বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং এই দেশের চমৎকার সব অবদানকারী সম্পর্কে আরও ভালোভাবে জানতে চান, আপনি নিজেই তাদের সাথে যোগাযোগ করতে পারেন! সত্যিই, আপনার চমৎকার অভিজ্ঞতা হবে!

ক্রিৎজোলিনা,
জার্মান উইকিমিডিয়ান

Read this post in English language

I traveled to Bangladesh to find that numbers is not what builds a Wikimedia community


 Broad smiles, curiosity and an overwhelming hospitality are the first things that come to mind, when I remember my trip to the Wikimedia community in Bangladesh in November 2017.

I was able to combine work with personal travels with my husband and spent almost four weeks visiting different parts of the country and meeting with Wikimedians from Bangladesh. Three workshops about Wikipedia and Safety were held at convenient intervals in the capital city of Dhaka, the port city Chittagong and in the University city of Rajshahi. Between the workshops, I had time to explore the country, see its beauty, problems and most of all to socialize with the local Wikimedians and learn from them.

Nahid Sultan, Moheen Reeyad and Masum al Hasan were of invaluable help to me. They helped organize things in advance and in situ. One or more of them was with us or available to us day by day, showing us things and people, the best places eat or drink tea, helping us get around, and giving me many hard fights on who is paying: Bangladeshis like to invite their guests and pay for everything, if you are not wary and crafty!

They and other members of the community we met made us aware of how small minded we often are in splitting costs exactly. We (re-)learned from them that it is not the money spent that is most important about an outing, an evening in a restaurant, a boat ride together on a river, but the time and experiences shared together. Thank you all for that repeated lesson!

And they did show us wonderful things! Together we went to Museums and impressive heritage sites, they organized group boat rides on the majestic, but unfortunately heavily polluted rivers of their cities (they found out quickly that I love boat rides), took us to the seaside and advised us on the best dishes, the best streetfood and the best places to buy souvenirs. We saw a splendid pink Mughal Palace, the National Martyrs' Memorial (a beautiful modern concrete structure in a lush garden), met poets, University teachers and artists as well as lots of Wikimedians, visited a deserted city, as well as a fascinating Hindu temple district in a lively village and so much more.

They also provided opportunities for us to meet and talk with other Wikimedians at the free time between the workshops. The workshops were all three well-attended. In Dhaka, there were more seasoned Wikimedians than in the other cities, as the event also included the prize giving ceremony for the two big photo competitions Wiki Loves Monuments and Wiki Loves Earth. In Chittagong and Rajshahi the workshops attracted also a lot of people that had not contributed to the projects before.

What really made me happy, was not the numbers, but the way participants in all three workshops paid close attention, even in Rajshahi, where it was held in the evening and attended mostly by students who had already had a full day of classes.

Even if asking questions from a foreigner like me visibly took some courage, participants came back with important questions — for example on how women can be safe at Wikimedia events, or how translating can be helpful to the Wikimedia projects.

These events were an opportunity for us to learn about some of the challenges Wikimedians face in Bangladesh. Already before, but also on the way to the workshop in Dhaka, we experienced the problems of getting around in Dhaka — traffic jams are a serious issue there and even short trips can take an hour or more. Similar to that there also a lot of other small things that just take more time and energy, than I, as a European, am used to. Things like shopping, or even crossing the street. In addition, most areas of Bangladesh suffer from repeated power outages and the internet is not reliable everywhere.

Also, we were told, volunteering for an institution like Wikimedia is not regarded as something to be applauded by the general public. Parents, friends and strangers might not nod approvingly, as they often do in Europe or Northern America, but rather chide you for wasting your time, when you contribute to Wikipedia. It really made me wonder — if I had so little time for relaxation and fun and did not get public recognition for volunteering — would I still be willing to edit Wikipedia and its sister projects in my precious free time?

Another challenge for Wikimedians in Bangladesh is the disproportionately high cost of technical equipment. While the cost of living and often the wages are comparatively low, all electronic equipment costs about as much as in other countries, or even more because of taxes. Cameras for example, are not something most people own — and because of this, some have trained themselves in making excellent pictures on their smartphones. So good, they even get awards in the national photo contest of WLM. But even smartphones are a kind of luxury and I have heard of users editing Wikipedia extensively from a normal cellphone. Just imagine what more these people might do with good equipment!

Despite all the challenges, the Users in Bangladesh are very active. The editors community is not a big one, I was told around 150 to 200 very active contributors. But they, with Wikimedia Bangladesh, the independent Wikimedia chapter, take an active part in the international community, where they serve as Stewards, Affiliations Committee members and admins on Wikimedia Commons. They organize wonderful events and even if they are not many - they spread enthusiasm and Wikilove.

If you want to learn more about Wikimedia in Bangladesh and get to know some of the wonderful contributors from this country a bit better, you can contact them yourself! Be bold, it is worth it!

La Kritzolina
German Wikimedian

পোস্টটি বাংলা ভাষায় পড়ুন

See the top 10 gorgeous winning photos from Bangladesh’s Wiki loves monuments 2017


 Baitul Aman Jame Masjid also known as Guthia Mosque, located at Wazirpur in BarisalBangladeshPhoto by Azim Khan Ronnie, freely licensed under CC-BY-SA 4.0..

Bangladesh has taken part in the international Wiki loves monuments (world's largest) photography competition for the second time in September 2017. During the competition, a total of 119 Bangladeshi participants uploaded more than 3000+ freely licensed photographs of 200+ different monuments and sites in Wikimedia Commons. Among all the participants, 61% were new to Wikimedia projects and 8% of them were women. Many of the photographs uploaded in the contest are now being used to illustrate Bangladesh related Wikipedia articles. Out of the 3000+ photographs, the jury [note1] of the Wiki Loves Monuments Bangladesh Contest have selected the 10 winning photographs.

All the 10 winning photographs are stunning, extraordinary and, of course, released by their authors under the free license. The global winners will be announced later in this year (December) and we have to wait to see whether any of these 10 winning photographs from Bangladesh makes it to the top list of the global winners' list. Here are the top 10 photographs that will represent Bangladesh as the finalists of the international contest, as decided by our jury:


 Friday Prayer at Baitul Mukarram National MosquePhoto by Azim Khan Ronnie, freely licensed under CC-BY-SA 4.0..


 Inside view of Baitul Mukarram National MosquePhoto by Jubair1985, freely licensed under CC-BY-SA 4.0..


 Kamaruzzaman Chattar MonumentRajshahiPhoto by Mmrsafy, freely licensed under CC-BY-SA 4.0..


 Bangabandhu Bridge also known as Jamuna Multi-purpose Bridge. Photo by Rohul Amin Khan, freely licensed under CC-BY-SA 4.0..


 Inside view of Darasbari Mosque, a historic mosque that was built in 1479 AD. Photo by Porag61, freely licensed under CC-BY-SA 4.0..


 Hardinge BridgePhoto by Azim Khan Ronnie, freely licensed under CC-BY-SA 4.0..


 Shahid Minar, University of RajshahiPhoto by Nahid Hossain, freely licensed under CC-BY-SA 4.0..


 National Martyrs’ MemorialSavarBangladeshPhoto by Farruk Ahmed Bhuiyan, freely licensed under CC-BY-SA 4.0..


 Lalbagh Fort, an incomplete 17th century Mughal fort complex. Photo by Shafin Khan, freely licensed under CC-BY-SA 4.0.

Nahid Sultan,
Secretary, Wikimedia Bangladesh and
Organizer, Wiki Loves Monuments 2017 in Bangladesh

[note1]: The jury of Bangladeshi competition consisted of 3 experienced photographers from three different countries. They were:  Rifat Jamil EusufzaiSelbymay and Basotxerri.

“উইকিপিডিয়ার মত জনপ্রিয় একটি বিশ্বকোষে এমন ভুল দেখে আমি সত্যিই মর্মাহত হয়েছিলাম”


অংকন ঘোষ দস্তিদার। ছবিটি তুলেছেন বিশ্বরুপ গাঙ্গুলি।

অংকন ঘোষ দস্তিদার। নিয়মিত একজন উইকিপিডিয়া সম্পাদক। বাংলা উইকিপিডিয়াতে প্রায় ৪০০টি নিবন্ধ তৈরিসহ উইকিমিডিয়া প্রকল্পে তার সম্পাদনা সংখ্যা ৫০০০-এর বেশি। বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের প্রথম বর্ষে অধ্যয়নরত এই শিক্ষার্থী বাংলা উইকিপিডিয়া তথা উইকিমিডিয়া প্রকল্পে তার জড়িত হওয়াসহ নানা বিষয় নিয়ে উইকিমিডিয়া বাংলাদেশের সাথে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন নাহিদ সুলতান

 

উইকিমিডিয়া বাংলাদেশ: আপনি উইকিপিডিয়ার সাথে কিভাবে জড়িত হলেন?


অংকন ঘোষ দস্তিদার: সময়টা ২০১২ সালের শেষের দিক। আমি তখন নবম শ্রেণীর ছাত্র। একদিন ইংরেজি উইকিপিডিয়ার কোন একটি নিবন্ধ পড়ছিলাম এবং পড়ার সময় নিবন্ধের কোন একটি অংশে ভুল তথ্য আমার নজরে আসে। আমি নিশ্চিত ছিলাম যে তথ্যটি ভুল এবং উইকিপিডিয়ার মত জনপ্রিয় একটি বিশ্বকোষে এমন ভুল দেখে আমি সত্যিই মর্মাহত হয়েছিলাম। এরপর হঠাৎই নিবন্ধের উপরে সম্পাদনা অপশনটি দেখে অনেকটা পরীক্ষা করার জন্যই তথ্যটি সংশোধন করেছিলাম। তথ্যটি অন্য কেউ দেখতে পারে কিনা সেটি পরীক্ষা করার জন্য অন্য একটি কম্পিউটার থেকেও পাতাটি ভিজিট করেছি। একাউন্ট তৈরি না করেও যে লেখা যায় এরকম একটি ওয়েবসাইটে সেটি তখন আমাকে অবাক করেছিল, একইসাথে উৎসাহিতও করেছিল। এরপর আমার একাউন্টটি তৈরি করেছিলাম। তবে এটি নিয়েও একটি মজার ঘটনা রয়েছে

 

উইকিমিডিয়া বাংলাদেশ: মজার ঘটনাটি শুনতে চাই?


অংকন ঘোষ দস্তিদার: আমার উইকিপিডিয়ার ব্যবহারকারী নাম (ইউজার নেইম) ANKAN GHOSH DASTIDER স্কুলে থাকা অবস্থায় বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ফর্ম পূরণ করতে হত সুতরাং উইকিপিডিয়ার একাউন্টটি তৈরির সময়ও আমি এটি ফর্ম পূরণ করার মত করে আমার ইউজারনেইম সব বড় হাতের অক্ষরে লিখেছিলাম

 

উইকিমিডিয়া বাংলাদেশ:উইকিপিডিয়াতে আপনি মূলত কোন বিষয়ে লিখতে পছন্দ করনে?


অংকন ঘোষ দস্তিদার: আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে লেখার চেষ্ঠা করি। তবে ইতিহাস, বিজ্ঞান, চলচ্চিত্র বিভিন্ন দেশের শহরের উপর লিখতে বেশি ভালো লাগে

 

উইকিমিডিয়া বাংলাদেশ: উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার অন্য প্রকল্পগুলোতে আপনার কাজের ধরণ সম্পর্কে বলুন?


অংকন ঘোষ দস্তিদার: অনলাইনে মূলত আমি লেখালেখির কাজটি করে থাকি, এছাড়া বাংলা উইকিপিডিয়াতে এবং উইকিমিডিয়া কমন্সের নিবন্ধ ছবি প্রতিযোগিতা আয়োজনেও সক্রিয়ভাবে কাজ করি। এর মধ্যে উইল্লেখযোগ্য হলো, বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা, উইকি লাভস মনুমেন্টস ছবি প্রতিযোগিতা ইত্যাদি। এছাড়া আমি উইকিমিডিয়া সুইডেন অ্যামিকাল উইকিমিডিয়া আয়োজিত দুটি আন্তর্জাতিক নিবন্ধ লেখার প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলাম। অনলাইনের পাশাপাশি অফলাইনে আমি উইকিমিডিয়া বাংলাদেশ পরিচালিত বিভিন্ন আউটরীচ অনুষ্ঠানে উইকিপিডিয়া সম্পর্কে সচতেনতা বাড়াতে কাজ করছি। এগুলোর মধ্যে রয়েছে, বিভিন্ন স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ে উইকিপিডিয়ার কর্মশালায় সক্রিয়ভাবে কাজ করা, পাশাপাশি কয়েকটি ম্যাগাজিনে উইকিপিডিয়ায় অবদান রাখা বিষয় কিছু লেখাও লিখেছিলাম। বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন সম্মেলনসহ দশ বছর পূর্তি অনুষ্ঠানটিতে আমি সক্রিয়ভাবে কাজ করেছি এবং কলকাতাতে পশ্চিমবঙ্গের উইকিপিডিয়ানদের সাথে যৌথভাবে উইকিপিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নিয়েছি

 

উইকিমিডিয়া বাংলাদেশ: আপনার মতে, উইকিপিডিয়াতে আপনার সাথে অন্যান্য ব্যবহারকারীর সম্পর্কের ধরণটি কেমন?


অংকন ঘোষ দস্তিদার: আমি সবসময়ই টিমওয়ার্ক পছন্দ করি। জন্যই উইকিপিডিয়ার পরিবেশটা বেশি ভালো লাগে। যখন আমি নতুন হিসেবে বাংলা উইকিপিডিয়াতে লেখা শুরু করেছিলাম তখন স্বাভাবিকভাবেই অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এবং অন্য ব্যবহারকারীদের আন্তরিক সাহায্য পেয়েছি। সত্যি বলতে, এখন এটি অনেকটা পরিবারের মত হয়ে গিয়েছে। এটি আমার জন্য একটি অন্যরকম অভিজ্ঞতা

 
কলকাতায় পশ্চিমবঙ্গের উইকিপিডিয়ানদের সাথে একটি আলোচনাতে অংকন। ছবিটি তুলেছেন বিশ্বরুপ গাঙ্গুলি।

উইকিমিডিয়া বাংলাদেশ: আপনি বাংলা উইকিপিডিয়াতে বেশি অবদান রাখেন। কেন বাংলা উইকিপিডিয়াকেই বেছে নিলেন?


অংকন ঘোষ দস্তিদার: উদাহরণস্বরুপ, ইংরেজি উইকিপিডিয়ার সাথে তুলনা করলে বাংলাতে কনটেন্ট নেই বললেই চলে। তবে আমাদের বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যার বিচারে চাহিদাটা অনেক। জ্ঞান অর্জনের জন্য মাতৃভাষা ব্যবহার সবচেয়ে পুরাতন উত্তম মাধ্যম। মূলত সে জন্যই আমি বাংলা উইকিপিডিয়াতে অবদান রাখি। আমার দ্বারা একজন মানুষও যদি উপকৃত হয় সেটাই সবচেয়ে বড় পাওয়া। এটি নিজের কাছেই ভালো লাগে

 

উইকিমিডিয়া বাংলাদেশ: আপনার মতে, উইকিপিডিয়াতে রাখা আপনার সেরা অবদান?


অংকন ঘোষ দস্তিদার: আমি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করেছি। নির্দিষ্ট করে যেকোনো অবদানকে সেরা বলাটা কঠিন। তবে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে বর্তমানে কাজ করছি, সেই সাথে বিজ্ঞানবিষয়ক নিবন্ধের উপর আরো বেশি কাজ করার ইচ্ছা আছে। এছাড়া পূর্বে উপমহাদেশের ইতিহাস নিয়েও কিছু কাজ করেছি, এর মধ্যে কিছু নিবন্ধ বিষয়গতভাবে বেশ গুরুত্বপূর্ণ

 
ঢাকায় উইকিপিডিয়ার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে অংকন ঘোষ দস্তিদার তার অভিজ্ঞতা বিনিময় করছেন। ছবিটি তুলেছেন কানন আহম্মদ।

উইকিমিডিয়া বাংলাদেশ: বাংলা উইকিপিডিয়ায় কোন কোন বিষয়ের বিষয়বস্তুর অভাব রয়েছে বলে আপনি মনে করেন? এবং সেটা কিভাবে ঠিক করা যায় বলে আপনি মনে করেন?


অংকন ঘোষ দস্তিদার: বাংলা উইকিপিডিয়ায় মোট নিবন্ধের সংখ্যা কিছুদিন আগে ৫০ হাজার ছাড়িয়েছে। আর ইংরেজি উইকিপিডিয়ায় মোট নিবন্ধের সংখ্যা ৫০ লক্ষেরও বেশি। অতএব বোঝাই যাচ্ছে, বাংলা উইকিতে অনেক বিষয়বস্তুরই অভাব রয়েছে। তবে বিশেষ করে বিজ্ঞানবিষয়ক নিবন্ধ কম রয়েছে বলে আমি মনে করি, অথচ ধরণের নিবন্ধ ভীষণ গুরুত্বপূর্ণ। সম্ভবত এর অন্যতম কারণ হল বিজ্ঞানের শিক্ষার্থী না হলে অন্য যে কারো পক্ষে বিষয়গুলো সম্পর্কে লেখাটা কষ্টসাধ্য, বিজ্ঞানের শিক্ষার্থীরাই বিষয়ক নিবন্ধ সহজে লিখতে পারবেন। কারণে বিজ্ঞানের শিক্ষার্থীরা যদি উইকিপিডিয়ায় অবদান রাখেন, তবেই অবস্থা কাটানো যাবে

 

উইকিমিডিয়া বাংলাদেশ: বাংলা উইকিপিডিয়াকে ১০ বছর পর কেমন দেখতে চান?


অংকন ঘোষ দস্তিদার: আমি স্বপ্ন দেখি, আগামী দশ বছরে বাংলা উইকিপিডিয়া হবে স্বয়ংসম্পূর্ণ অধিকাংশ বিষয় সম্পর্কে নিবন্ধ থাকবে এখানে। সবাই মাতৃভাষাতেই বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে, শিখতে পারবে। এখনও বাংলাদেশের অনেকে উইকিপিডিয়া সম্পর্কে জানে না। তারাও ধীরে ধীরে সচেতন হয়ে উঠবে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল স্তরের মানুষ অবদান রাখবে এখানে। ভাষাভাষী জনগোষ্ঠীর দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীতে প্রথম সারিতে অবস্থান করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দশ বছরে বাংলা উইকিপিডিয়াও প্রথম সারিতে উঠে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি

 

উইকিমিডিয়া বাংলাদেশ: নতুন যারা উইকিপিডিয়াতে কাজ করতে আগ্রহী তাদের আপনি কি পরামর্শ দেবেন?


অংকন ঘোষ দস্তিদার: প্রথমেই উইকি পরিবারে স্বাগত জানাই! প্রথমে হয়ত উইকির পরিবেশ একটু অন্যরকম লাগতে পারে, তবে ধীরে ধীরে আপনি এতে অভ্যস্ত হয়ে যাবেন। ভুল করে ফেলতে পারি নিয়ে মোটেও দুশ্চিন্তা করবেন না! প্রথমদিকে আমরা সবাই- কমবেশি ভুল করেছি, এবং এই ভুল করার মাধ্যমেই শিখেছি। উইকিপিডিয়ায় আমরা সবাই একটা পরিবারের মত এক হয়ে কাজ করি। অতএব যেকোনো বিষয়ে প্রশ্ন থাকলে নিঃসংকোচে আমাদের জানান। তাহলে আর দেরি কেন? আসুন, সকলে মিলে জ্ঞানের এই মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া সমৃদ্ধ করি! মনে রাখবেন, আমাদের ভাষা বাংলা এর উন্নতির কাজটাও আমাদেরকেই করতে হবে

 

উইকিমিডিয়া বাংলাদেশ: আপনাকে ধন্যবাদ


অংকন ঘোষ দস্তিদার: আপনাকেও ধন্যবাদ

 

বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতায় বাংলাদেশকে উপস্থাপন করুন

১লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে  মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া আয়োজিত সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস (ডব্লিউএলএম)’। ডব্লিউএলএম একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা যা প্রতি বছর সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো স্ব-স্ব স্থাপনার ছবি নিয়ে অংশগ্রহণ করে।

বাংলাদেশও এ বছর দ্বিতীয়বার এই প্রতিযোগিতায় দেশের প্রত্নতাত্ত্বিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিয়ে অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতায় বাংলাদেশের যে কেউ অংশ নিতে পারবেন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকা থেকে যেকোন সময় তোলা যেকোন স্থাপনার ছবি যত খুশি আপলোড করা যাবে পুরু সেপ্টেম্বর মাসজুড়ে। বাংলাদেশে প্রতিযোগিতাটি আয়োজন করছে উইকিমিডিয়া বাংলাদেশ। প্রতিযোগিতাটি সেপ্টেম্বর ১ থেকে শুরু হয়ে সেপ্টেম্বর ৩০ পর্যন্ত চলবে।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রতিটি দেশ থেকে প্রাপ্ত ১০টি করে ছবি থেকে আন্তর্জাতিক বিজয়ী ঘোষণা করা হবে। আন্তর্জাতিকভাবে বিজয়ী প্রথম দশজনকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হবে। এছাড়া স্থানীয় পর্যায়েও সতন্ত্রভাবে পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতাটি আয়োজনে আয়োজকদের সহযোগিতা করছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ‘ইউনেস্কো’, জনপ্রিয় আলোকচিত্র শেয়ারিং ওয়েবসাইট ‘ফ্লিকার’ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সংস্থা ‘ইউরোপা নোস্ট্রা’।

উল্লেখ্য, এ বছর প্রতিযোগিতাটিতে অংশ নিচ্ছে বিশ্বের ৫৬টি দেশ। ২০১০ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত বিভিন্ন দেশের স্থাপনার ১৬ লখের বেশি ছবি যুক্ত হয়েছে। ২০১৬ সালের প্রতিযোগিতায় ৪৩ দেশের ১০,৭০০ জন অংশগ্রহণকারী মোট ২,৭৭,০০০টি ছবি জমা দিয়েছিলেন। গিনেজ বুকের রেকর্ড অনুযায়ী, এটিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা।

প্রয়োজনীয় লিংক:

নাহিদ সুলতান,
সমন্বয়ক, উইকি লাভস মনুমেন্টস বাংলাদেশ
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ

The top 10 stunning winning photos from Bangladesh’s Wiki Loves Earth 2017


 Lawachara National ParkKamalganjMaulvi Bazar.. Photo by Pallab Kabir, freely licensed under CC-BY-SA 4.0.

Bangladesh has taken part in the international Wiki Loves Earth (an annual international photographic competition around conservation areas of the participating countries) photography competition for the first time in 2017. The main motivation behind participating the competition is that most of the protected area in Bangladesh don’t have photographs under the free license and we wanted to create a database of freely licensed photographs of all the protected sites of Bangladesh in Wikimedia Commons; Wiki Loves Earth offered a unique opportunity in this regard.

During the competition, a total of 191 Bangladeshi participants uploaded more than 2000 freely licensed photographs of 40 (of the 51 government listed protected sites of Bangladesh) different protected sites in Wikimedia Commons. Out of the 2000+ photographs, the jury[note1] of the Wiki Loves Earth Bangladesh contest have selected the 10 winning photographs.

All the 10 winning photographs are stunning, extraordinary and, of course, released by their authors under the free license. The global winners will be announced later in this year and we have to wait to see whether any of these 10 winning photographs from Bangladesh makes it to the top list of the global winner's list. To view the winners of other participating countries please visit: Wiki Loves Earth 2017 winners. Here are the top 10 photographs that will represent Bangladesh as the finalists of the international contest, as decided by our jury:


Male peacock displaying at Bangabandhu Sheikh Mujib Safari ParkPhoto by Azim Khan Ronnie, freely licensed under CC-BY-SA 4.0.


 Green bottle fly at Baldha GardenPhoto by Azim Khan Ronnie, freely licensed under CC-BY-SA 4.0.


 Madhabkunda waterfallPhoto by Jubair, freely licensed under CC-BY-SA 4.0.


 Bangabandhu Sheikh Mujib Safari ParkPhoto by Azim Khan Ronnie, freely licensed under CC-BY-SA 4.0.


 Ramsagar National ParkPhoto by Jubair, freely licensed under CC-BY-SA 4.0.


 Himchari National ParkPhoto by Shuvra Dutta, freely licensed under CC-BY-SA 4.0.


 Oriental garden lizard at National Botanical Garden of BangladeshPhoto by Azim Khan Ronnie, freely licensed under CC-BY-SA 4.0.


 Peacock at Bangabandhu Sheikh Mujib Safari ParkPhoto by Azim Khan Ronnie, freely licensed under CC-BY-SA 4.0.


 Kuakata National ParkPhoto by Suranjit Karmakar, freely licensed under CC-BY-SA 4.0.

Nahid Sultan,
Secretary, Wikimedia Bangladesh and
Organizer, Wiki Loves Earth 2017 in Bangladesh

[note1]: The jury of Bangladeshi competition consisted of 3 experienced photographers from three different countries. They were:  ColinCode and The Photographer.

সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চলসমূহ নিয়ে উইকিপিডিয়ার ছবি প্রতিযোগিতা

উইকি লাভস আর্থ ২০১৭

প্রতি বছর বিভিন্ন দেশের সংরক্ষিত অঞ্চলসমূহের ছবির একটি স্থায়ী সংগ্রহশালা তৈরি করার উদ্দেশ্যে ও সংশ্লিষ্ঠ অঞ্চলসমূহকে বিশ্ব দরবারে উপস্থাপনের জন্য ‘উইকি লাভস আর্থ’ নামে একটি আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিযোগিতাটি আয়োজন করে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার তত্ত্বাবধানকারী স্থানীয় সংস্থাগুলো। বাৎসরিক এ প্রতিযোগিতায় এবারই প্রথম বাংলাদেশও অংশগ্রহণ করছে। বাংলাদেশে এ প্রতিযোগিতাটি আয়োজন করছে ‘উইকিমিডিয়া বাংলাদেশ’ চ্যাপ্টার।


এই প্রতিযোগিতায় বাংলাদেশের যে কেউ অংশ নিতে পারবেন। বাংলাদেশের সংরক্ষিত অঞ্চলের তালিকা থেকে যেকোন সময় তোলা যেকোন স্থানের ছবি যত খুশি আপলোড করা যাবে পুরু মে মাসজুড়ে। প্রতিযোগিতাটি মে ১ থেকে শুরু হয়ে মে ৩১ পর্যন্ত চলবে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রতিটি দেশ থেকে প্রাপ্ত সেরা ১০টি করে ছবি থেকে আন্তর্জাতিক বিজয়ী ঘোষণা করা হবে। প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় উইকিপিডিয়ার বার্ষিক সম্মেলন ‘উইকিম্যানিয়ায়’ যোগদানের সুযোগ। এছাড়া স্থানীয় পর্যায়েও সতন্ত্রভাবে পুরস্কার প্রদান করা হবে।

বাংলাদেশের সংরক্ষিত জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্যগুলোর নিবন্ধ উইকিপিডিয়াতে থাকলেও অধিকাংশেরই কোন ছবি নেই। এ প্রতিযোগিতা থেকে প্রাপ্ত বাংলাদেশের প্রাকৃতিক অঞ্চলগুলোর ছবি উইকিপিডিয়ার মাধ্যমে বিশ্ব দরবারে উপস্থাপন করাই আমাদের প্রধান উদ্দেশ্য।

প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশগ্রহণের জন্য http://wikiloves.org/earth ঠিকানায় গিয়ে ছবি আপলোড করতে হবে। উল্লেখ্য, ২০১৩ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত বিভিন্ন দেশের ২৫ হাজার অংশগ্রহণকারী ২ লক্ষ ৮৫ হাজার ছবি উইকিপিডিয়াতে যুক্ত করেছেন।

নাহিদ সুলতান,
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ

 

 

Business Hours

We are open on everyday. We prefer to communicate via online.

Contact online

Our Office Location

Sheltech Niribili, 210/2 (1st Floor),
New Elephant Road, Katabon, Dhaka-1205, Bangladesh

Location on map

 Home map WMBD