Blog

বাংলাদেশে উইকিপিডিয়ার জনসম্পৃক্ততামূলক সকল অনুষ্ঠান স্থগিত

Sunrise Dinajpur Bangladesh

ছবি: যুবাইর বিন ইকবাল, লাইসেন্স: সিসি-বাই-এসএ ৪.০

বাংলাদেশসহ বিশ্বব্যাপী কোভিড-১৯ করোনাভাইরাস মহামারির প্রভাব এবং এর ঘটনাক্রমের উপর উইকিমিডিয়া বাংলাদেশ নজর রাখছে। উইকিপিডিয়া ও বৈশ্বিক উইকিমিডিয়া প্রকল্পের বাংলাদেশে বসবাসকারী অবদানকারী এবং শুভানুধ্যায়ীদের স্বাস্থ্য ও সুরক্ষা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

 

করোনাভাইরাসের সম্ভাব্য বিস্তার রোধে এবং উইকিমিডিয়া সম্প্রদায়ের সদস্যগণের সুস্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনা করে, ১৪ মার্চ ২০২০ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত উইকিমিডিয়া বাংলাদেশ এবং এর অধীন আঞ্চলিক সম্প্রদায়সমূহের উইকিপিডিয়া সংশ্লিষ্ট সকল অফলাইন কার্যক্রম (মিটআপ, কর্মশালা, সেমিনার) এবং জনসমাগম হয় এমন সকল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

একইসাথে, আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য বাংলা উইকিপিডিয়ার বার্ষিক সম্মেলন বাতিল করা হয়েছে। এছাড়া, উইকিমিডিয়া বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা এবং বার্ষিক আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

উইকিপিডিয়ার তত্ত্বাবধানকারী অলাভজনক সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন সম্প্রতি তাদের প্রধান কার্যালয় মার্চ মাসব্যাপী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এবং কর্মীদের নিরাপদ স্থান থেকে কাজ করার পরামর্শ প্রদান করা হয়েছে। সাম্প্রতিক করোনা পরিস্থিতির কারণে উইকিমিডিয়ার বেশ কিছু বৈশ্বিক সম্মেলনও বাতিল করা হয়েছে।

আমরা উইকিমিডিয়া বাংলাদেশ থেকে উইকিপিডিয়া তথা উইকিমিডিয়া প্রকল্পের অবদানকারীদের জনস্বাস্থ্য বিষয়ক পরামর্শ মেনে চলার অনুরোধ করছি। মুক্তজ্ঞান সমৃদ্ধির পাশাপাশি অবদানকারীদের সুরক্ষা নিশ্চিত করাও উইকিপিডিয়া সম্প্রদায় হিসেবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

নাহিদ সুলতান,
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ

Business Hours

We are open on everyday. We prefer to communicate via online.

Contact online

Our Office Location

Sheltech Niribili, 210/2 (1st Floor),
New Elephant Road, Katabon, Dhaka-1205, Bangladesh

Location on map

 Home map WMBD