Blog

উইকি লাভস আর্থ ২০১৯ — বাংলাদেশের বিজয়ী ছবিসমূহ

Ratargul-02.jpg 
Gold medal icon bn.svg রাতারগুল জলাবনে নৌকায় শিশুরা স্কুলে যাচ্ছে। ছবিটি তুলেছেন আব্দুল মোমিন যা সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত উইকিপিডিয়ার আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা ‘উইকি লাভস আর্থ ২০১৯’ (ডব্লিউএলই)-এর বাংলাদেশ অংশের বিজয়ী নির্বাচন করা হয়েছে। দেশের সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল ও এর জীববৈচিত্র্যের ছবি নিয়ে গত জুনে তৃতীয়বারেরমত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ থেকে ২৫৫ জন অংশগ্রহণকারী মোট ১৬৪১টি ছবি জমা দিয়েছিলেন।

মাসব্যাপী ছবিসমূহ মোট ৫টি ধাপে ভিন্ন ভিন্ন দেশের ৩জন অভিজ্ঞ বিচারক পর্যালোচনা শেষে বিজয়ী হিসেবে ১০টি ছবি নির্বাচন করেছেন। এই ১০টি ছবি বাংলাদেশ থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠানো হবে। অংশগ্রহণকারী সব দেশের জমা দেওয়া ছবিসমূহ পর্যালোচনা করে বিচারকগণ এ বছরের শেষে আন্তর্জাতিকভাবে মূল ফলাফল প্রকাশ করবেন। অন্যান্য দেশের বিজয়ী ছবিসমূহ দেখতে পারেন এই পাতায়

অন্য আরও একটি ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ — ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস ২০১৯’-এ অংশ নিয়ে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা বিশ্বের সামনে উপস্থাপন করুন ও পুরস্কার জিতুন। বিস্তারিত: https://commons.wikimedia.org/wiki/COM:WLMBD2019

প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে বিজয়ী নির্ধারণী জুরি বোর্ডে জুরি হিসেবে ছিলেন কানাডার উইলফ্রেদো, যুক্তরাষ্ট্রের রায়ান এবং নেদারল্যান্ডের ফ্যাম্বারহর্স্ট।

উল্লেখ্য, প্রতিযোগিতাটি এ বছর ৩৭টি দেশে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছবি জমা পরে জার্মানি থেকে। প্রায় ১৪০০ অংশগ্রহণকারী ২৬ হাজারের বেশি ছবি জমা দেন। এরপরই ছবি জমা পরেছে ইউক্রেন থেকে - প্রায় ১০ হাজার এবং রাশিয়া থেকে প্রায় ৯ হাজার। সব দেশ থেকে মোট ছবি জমা পরেছে ৯০ হাজারের বেশি। সারা বিশ্ব থেকে ছবিগুলো জমা দিয়েছেন প্রায় ১০ হাজার অংশগ্রহণকারী।

Little egret at Sundarbans East Wildlife Sanctuary.jpg
Silver medal icon bn.svg ছোট বগা, সুন্দরবন পূর্ব বন্যপ্রাণ অভয়ারণ্য। ছবিটি তুলেছেন শাহেনশাহ বাপ্পি যা সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

Ratargul 785.jpg
Bronze medal icon bn.svg রাতারগুল জলাবন। ছবিটি তুলেছেন আব্দুল মোমিন যা সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

Ratargul 0276.jpg
4 in Bangla.svg রাতারগুল জলাবন। ছবিটি তুলেছেন আব্দুল মোমিন যা সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

Lawachara Forest.jpg
5 in Bangla.svg কুয়াশাচ্ছন্ন লাউয়াছড়া জাতীয় উদ্যান। ছবিটি তুলেছেন আব্দুল মোমিন যা সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাঝ দিয়ে যাচ্ছে ট্রেন.jpg
6 in Bangla.svg লাউয়াছড়া জাতীয় উদ্যান। ছবিটি তুলেছেন তৌকির আহমেদ যা সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

Red-whiskered bulbul (সিপাহি বুলবুলি).jpg
7 in Bangla.svg সিপাহি বুলবুল, সাতছড়ি জাতীয় উদ্যান। ছবিটি তুলেছেন নাফিস আমিন যা সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

পানিতে নিমজ্জিত রাতারগুল জলাবনের গাছ.jpg
8 in Bangla.svg রাতারগুল জলাবন। ছবিটি তুলেছেন তৌকির আহমেদ যা সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

King Fisher 764564.jpg
9 in Bangla.svg মাছরাঙ্গা, জাতীয় উদ্ভিদ উদ্যান। ছবিটি তুলেছেন আব্দুল মোমিন যা সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

Brahmini bd.jpg
10turquoise.png শঙ্খ, কুয়াকাটা ইকোপার্ক। ছবিটি তুলেছেন শাহেনশাহ বাপ্পি যা সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

 

উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত একই প্রতিযোগিতায় ৩২টি দেশের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশের ১০টি পাঠানো ছবি থেকে ৩টি ছবি আন্তর্জাতিকভাবে চুড়ান্ত বিজয়ী তালিকাতে স্থান পেয়েছিল। আরও পড়ুন: উইকি লাভস আর্থ ২০১৮ — চূড়ান্ত বিজয়ী তালিকায় বাংলাদেশের তিনটি ছবি

 

নাহিদ সুলতান,
সমন্বয়ক, উইকি লাভস আর্থ বাংলাদেশ
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ

Business Hours

We are open on everyday. We prefer to communicate via online.

Contact online

Our Office Location

Sheltech Niribili, 210/2 (1st Floor),
New Elephant Road, Katabon, Dhaka-1205, Bangladesh

Location on map

 Home map WMBD