বৃহস্পতিবার (১১ এপ্রিল ২০১৯) থেকে উইকিমিডিয়া প্রকল্পে ইউআরএল সংক্ষিপ্তকরণ সেবা চালু হয়েছে। নন-লাতিন অক্ষরযুক্ত ইউআরএল ব্রাউজার থেকে কপি করে অন্য কোন মাধ্যমে শেয়ার করলে সে ইউআরএল স্বয়ংক্রিয়ভাবে ইউনিকোডে রুপান্তর হয়ে যায়। যার ফলে ইংরেজি ব্যতীত অধিকাংশ ভাষার উইকিপিডিয়া সংস্করণের লিংক সামাজিক যোগাযোগ বা অন্য মাধ্যমে শেয়ার করার ক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে হত।
উইকিমিডিয়া নিজস্ব ইউআরএল সংক্ষিপ্তকরণ সেবা চালু হওয়ার পর, এখন ব্যবহারকারীগণ বাংলাসহ নন-লাতিন ইআরএল বা লিংক সহজেই শেয়ার করতে পারবেন। তবে, এই সেবাটি শুধুমাত্র উইকিমিডিয়ার অধীন ডোমেইনেই কাজ করবে। অন্য কোন বহিঃস্থ ওয়েবসাইটের লিংক এখানে কাজ করবে না।
উদাহরণস্বরুপ, উইকিমিডিয়া বাংলাদেশ নিবন্ধটির লিংক ফেসবুকে শেয়ার করলে লিংকটি অনেকটা উপরের চিত্রের মত দেখাবে। কিন্তু লিংকটি কপি করে সেটি সংক্ষিপ্ত করলে আসবে w.wiki/GB
লিংক সংক্ষিপ্তকরণের জন্য https://w.wiki ঠিকানায় গিয়ে নির্দিষ্ট লিংকটি বক্সে দিয়ে Shorten বোতামে ক্লিক করলেই সংক্ষিপ্ত ইউআরএলটি পাওয়া যাবে।
তবে, বাংলা উইকিপিডিয়াতে ইতিমধ্যেই বিকল্প একটি ইউআরএল সংক্ষিপ্তকরণ সেবা চালু রয়েছে। বাংলা উইকিপিডিয়া ব্যবহারকারীগণ দুটি সেবাই ব্যবহার করতে পারবেন।
বাংলা উইকিপিডিয়ার যে কোন নিবন্ধের শিরোনামের পাশের ‘শেয়ার চিহ্নে’ মাউস রাখলে উক্ত নিবন্ধের সংক্ষিপ্ত ইউআরএলটি পাওয়া যাবে।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই উইকিপিডিয়া ব্যবহারকারীরা ইউআরএল সংক্ষিপ্তকরণ সেবার আবেদন জানিয়ে আসছিলেন। ব্যবহারকারীদের অনুরোধে অবশেষে এ সেবা চালু হল। এ সেবাটি চালু করতে কাজ করেছে উইকিমিডিয়া জার্মানি এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনের কারিগরি দল।
নাহিদ সুলতান,
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ