Blog

ভাষা আন্দোলন দিবসে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

WeChat Image 20190221190746

চীনের চাংশা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গন্থাগারের সামনে একুশের চেতনায় বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান। ছবি: সাকিব রেজা পিয়াল যা উইকিমিডিয়া কমন্সে সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

২১শে ফেব্রুয়ারিতে, ইন্টারনেটে বাংলা ভাষার বিষয়বস্তু বা কনটেন্ট সমৃদ্ধ করার তাগিদে একুশের চেতনায় উজ্জীবিত তরুণদের বাংলা উইকিপিডিয়াকে (http://bn.wikipedia.org) সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও রাজশাহীতে উইকিপিডিয়ানদের এক সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

এ বছর প্রথমবারেরমত বাংলাদেশের বাইরে চীনের চাংশা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও একটি সমাবেশের আয়োজন করা হয়।

Ekushey Wiki gathering in Cumilla 2019 1

কুমিল্লাতে এ সমাবেশটির আয়োজন করে কুমিল্লা উইকিপিডিয়া সম্প্রদায়। ছবিটি উইকিমিডিয়া কমন্সে সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে স্থানীয় উইকিপিডিয়া সম্প্রদায়সমূহ ঢাকার বাইরের সমাবেশগুলো আয়োজনে সহয়তা করে। ২০০৭ সাল থেকে প্রতি বছরই এ সমাবেশটি আয়োজন করা হচ্ছে।

800px Ekushey Wiki gathering in Rajshahi 2019 02

রাজশাহীতে এ সমাবেশটির আয়োজন করে রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায়। ছবিটি উইকিমিডিয়া কমন্সে সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ সারা বিশ্বের একদল স্বেচ্ছাসেবী প্রতিনিয়ত বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণে কাজ করছেন। ফলশ্রুতিতে বাংলা উইকিপিডিয়া বর্তমানে বাংলা ভাষার অন্যতম বড় কনটেন্ট সমৃদ্ধ ওয়েবসাইট হিসেবে এ পর্যায়ে এসেছে। তবে বাংলা ভাষায় একটি পূর্ণাঙ্গ মুক্ত বিশ্বকোষ তৈরি করতে সবার অংশগ্রহণ প্রয়োজন।

WeChat Image 20190221190735

চীনের চাংশা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গন্থাগারের সামনে একুশের চেতনায় বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান। ছবি: সাকিব রেজা পিয়াল যা উইকিমিডিয়া কমন্সে সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৭শে জানুয়ারি বাংলা উইকিপিডিয়া যাত্রা শুরু করে। বাংলাদেশের ইহিতাস, সংস্কৃতি ও বিশ্বের গূরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনীসহ বিভিন্ন বিষয়ে বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় ৬৪ হাজারের বেশি নিবন্ধ রয়েছে।

800px Ekushey Wiki gathering in Dhaka 2019 15

ঢাকায় বাংলা উইকিপিডিয়া সমাবেশ। ছবিটি উইকিমিডিয়া কমন্সে সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

আয়োজনের আরও ছবি পাওয়া যাবে উইকিমিডিয়া কমন্সে

নাহিদ সুলতান,
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ

Business Hours

We are open on everyday. We prefer to communicate via online.

Contact online

Our Office Location

Sheltech Niribili, 210/2 (1st Floor),
New Elephant Road, Katabon, Dhaka-1205, Bangladesh

Location on map

 Home map WMBD