Blog

বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের ৪টি আলোকচিত্র

পঞ্চরত্ন গোবিন্দ মন্দির 3.jpg
আব্দুল মুমিনের তোলা রাজশাহীর পুঠিয়া রাজবাড়ির পঞ্চরত্ন গোবিন্দ মন্দিরের এই ছবিটি চতুর্থ স্থান লাভ করেছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস’ (ডব্লিউএলএম)-এ ৫৬টি দেশের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশের ৪টি আলোকচিত্র সেরা ১৫তে স্থান করে নিয়েছে। চূড়ান্ত বিজয়ী তালিকা অনুযায়ী, আব্দুল মুমিনের তোলা রাজশাহীর প্রত্নতাত্ত্বিক সাইট পুঠিয়া রাজবাড়ির পঞ্চরত্ন গোবিন্দ মন্দিরের একটি আলোকচিত্র চতুর্থ ও শাহরিয়ার আমিন ফাহিমের তোলা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের একটি আলোকচিত্র পঞ্চম স্থান লাভ করেছে।

 

The Daily life at Baitul Mukarram.jpg
শাহরিয়ার আমিন ফাহিমের তোলা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের এই ছবিটি পঞ্চম স্থান লাভ করেছে।

এছাড়া, এগারোতম স্থানে আছে নাজমুল হাসানের তোলা বায়তুল মোকাররমের আরও একটি আলোকচিত্র ও পঞ্চদশ স্থানে রয়েছে শাহরিয়ার আমিনের তোলা দেশের সবচেয়ে দীর্ঘ রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজের কুয়াশাচ্ছন্ন একটি আলোকচিত্র।

Inside view of Baitul Mukarram National Mosque.jpg
নাজমুল হাসানের তোলা বায়তুল মোকাররমের এই ছবিটি এগারোতম স্থান লাভ করেছে।

গত বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে চলতি বছর এ প্রতিযোগিতায় তৃতীয়বারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। এবার প্রতিযোগিতায় বাংলাদেশ পর্বে ৩৭৭ জন অংশগ্রহণকারী প্রায় ৫ হাজার ছবি জমা দিয়েছিলেন। সেখান থেকে জাতীয়ভাবে বিজয়ী সেরা ১০টি ছবি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠানো হয়।

Hardinge Bridge 12.jpg
পঞ্চদশ স্থানে রয়েছে শাহরিয়ার আমিনের তোলা দেশের সবচেয়ে দীর্ঘ রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজের কুয়াশাচ্ছন্ন এই ছবিটি।

উল্লেখ্য, আন্তর্জাতিক এ আলোকচিত্র প্রতিযোগিতা প্রতিবছর সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো স্ব-স্ব স্থাপনার আলোকচিত্র নিয়ে অংশগ্রহণ করে। ২০১০ সালে নেদারল্যান্ডে প্রতিযোগিতাটি শুরু হলেও দ্রুত অন্যান্য দেশে এটি জনপ্রিয় হয়ে উঠে এবং ২০১২ সালে গিনেস বুকে এটি বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা হিসেবে স্বীকৃতি পায়। ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৮৬টি দেশের ২২ লক্ষ আলোকচিত্র প্রতিযোগিতার মাধ্যমে জমা পরে। এ বছর প্রতিযোগিতায় ৫৬টি দেশের ১৪ হাজার আলোকচিত্রী ২ লক্ষ ৫৮ হাজার আলোকচিত্র জমা দিয়েছিলেন।

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার মাধ্যমে বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরার জন্যই মূলত প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। ২০১৭ সালেও বাংলাদেশের দুটি আলোকচিত্র বিজয়ী তালিকায় স্থান পেয়েছিল। আয়োজক হিসেবে এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। বিজয়ীদের অভিনন্দন! 

যদিও আন্তর্জাতিকভাবে সেরা ১৫টি ছবি প্রকাশ করা হয়েছে কিন্তু বাংলাদেশের আরও দুটি ছবি সতেরো ও একুশতম স্থানে রয়েছে। অর্থাৎ বাংলাদেশ থেকে পাঠানো ১০টি ছবির মধ্যে ৬টিই সেরা ২৫-এ স্থান পেয়েছে। অন্য দুটি ছবি হলো:

Guthia Mosque 17.jpg
বরিশালে অবস্থিত গুঠিয়া মসজিদ নামে পরিচিত বাইতুল আমান জামে মসজিদে আজিম খান রনির তোলা ছবিটি  সতেরোতম স্থানে আছে।

Baitul Mukarram National Mosque, Dhaka, Bangladesh.jpg
বায়তুল মোকাররমে নাজমুল হাসানের তোলা এই ছবিটি রয়েছে একুশতম স্থানে।

বিজয়ী সব ছবি দেখা যাবে https://wikimediafoundation.org/2018/12/20/presenting-the-2018-winners-from-the-worlds-largest-photo-contest/ ঠিকানায়।

 নাহিদ সুলতান,
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ

Business Hours

We are open on everyday. We prefer to communicate via online.

Contact online

Our Office Location

Sheltech Niribili, 210/2 (1st Floor),
New Elephant Road, Katabon, Dhaka-1205, Bangladesh

Location on map

 Home map WMBD