সৈয়দা শামীমা নাসরীন। উইকিপিডিয়ায় নিয়মিত একজন অবদানকরী। বাংলা উইকিপিডিয়াতে ৬১টি নিবন্ধ তৈরিসহ উইকিমিডিয়া প্রকল্পে তার সম্পাদনা সংখ্যা ২০০০-এর বেশি। ২০১৪ সালে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হয়ে বর্তমানে উচ্চ শিক্ষার জন্য দক্ষিণ কোরিয়াতে অবস্থান করা শামীমা অবসর সময়ে উইকিপিডিয়াতে অবদান রাখতে পছন্দ করেন। বাংলা উইকিপিডিয়া তথা উইকিমিডিয়া প্রকল্পে তার জড়িত হওয়াসহ নানা বিষয় নিয়ে উইকিমিডিয়া বাংলাদেশের সাথে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন নাহিদ সুলতান।
উইকিমিডিয়া বাংলাদেশ: আপনি উইকিপিডিয়ার সাথে কিভাবে জড়িত হলেন?
সৈয়দা শামীমা নাসরীন: ২০১৪ সালে এইচএসসি পরীক্ষা পরবর্তী সময়ে ইন্টারনেটে বিশ্বসাহিত্য কেন্দ্রের “উভচর মানুষ” বই সম্পর্কে খুঁজতে গিয়ে বাংলা উইকিপিডিয়ায় প্রবেশ। ইংরেজি নিবন্ধের তুলনায় বাংলা নিবন্ধটিতে তথ্য বলতে সেরকম কিছুই ছিল না। সেই মুহুর্তেই একাউন্ট খুলে কিছু অংশ অনুবাদ করে ফেলি। ভয় ছিল যদি কোন ভুল হয়ে যায় বা ভুল হলে কীভাবে ঠিক করা যাবে সেটা নিয়ে। তখনও উইকিপিডিয়ার “রোলব্যাক” (একটি ক্লিকের মাধ্যমে যে কোন সম্পাদনার পূর্ববর্তী সংস্করণে ফিরে যাওয়ার একটি বিশেষ কারিগরি সুবিধা) বা অন্য কোন অধিকার নিয়ে কোন ধারণাই ছিল না। এরপরই অবশ্য সাহস বেড়ে যায়। প্রথমেই নিজের স্কুল- চট্টগ্রামের বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজের নামে নিবন্ধ তৈরি করি।
উইকিমিডিয়া বাংলাদেশ: আপনি বাংলা উইকিপিডিয়াতে বেশি অবদান রাখেন। কেন বাংলা উইকিপিডিয়াকেই বেছে নিলেন?
সৈয়দা শামীমা নাসরীন: বাংলা উইকিপিডিয়াতে সবচেয়ে বেশি অবদান রাখার প্রধান কারণ, প্রিয় মাতৃভাষায় তথ্য-উপাত্ত যেন সহজেই খুঁজে পাওয়া যায়। ইন্টারনেটে বাংলা ভাষাভাষীর সংখ্যার তুলনায় আমাদের বাংলা উইকিপিডিয়ার তথ্যভাণ্ডার নিতান্তই শিশু। মাতৃভাষায় অর্জিত জ্ঞান দীর্ঘস্থায়ী ও ফলপ্রসূ হয় বলেই আমার ধারণা। এখানে অবদান রেখে বছরের পর বছর ধরে নতুন কাউকে কোন তথ্য জানানো যেতে পারে, এর চেয়ে চমৎকার ধারণা আর কী হতে পারে?
উইকিমিডিয়া বাংলাদেশ: উইকিপিডিয়াতে আপনি মূলত কোন বিষয়ে লিখতে পছন্দ করনে?
সৈয়দা শামীমা নাসরীন: শুরুটা হয়েছিল অনুবাদ দিয়ে, এখনো বেশিরভাগই অনুবাদের (ইংরেজি থেকে বাংলা) কাজ করা হয়। ২০১৪ সাল থেকে নিয়মিত এবং অনিয়মিতভাবে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বিষয়ে কাজ করেছি। মূলতঃ যখন যে ব্যাপারে পড়াশোনা করা হয়, তখন সে ব্যাপারেই কিছু অবদান রাখার চেষ্টা করি। দক্ষিণ কোরিয়াতে এসে প্রথমদিকে কোরিয়া সংক্রান্ত বিষয়ের নিবন্ধগুলোর উপর কাজ করেছি। তবে সাম্প্রতিক সময়ে, নারী, বিজ্ঞান ও সামাজিক ইস্যু সংক্রান্ত বিষয়ে বেশি অবদান রাখার চেষ্টা করি।
উইকিমিডিয়া বাংলাদেশ: বাংলা উইকিপিডিয়ায় কোন কোন বিষয়ের বিষয়বস্তুর অভাব রয়েছে বলে আপনি মনে করেন? এবং সেটা কিভাবে ঠিক করা যায় বলে আপনি মনে করেন?
সৈয়দা শামীমা নাসরীন: বিজ্ঞান বিষয়ক নিবন্ধ। মনে করি, এই ব্যাপারে বাংলা উইকিপিডিয়ার অন্তত সব উইকিপিডিয়ানই (উইকিপিডিয়ার অবদানকারী) একমত হবেন। বিশেষ করে বিজ্ঞানের আধুনিক যে শাখাসমূহ সেগুলো এবং পুরনো নিবন্ধগুলোর তথ্যের হালনাগাদ করা প্রয়োজন। এছাড়া সামাজিক ইস্যুতে; বিশেষ করে, অনুবাদকৃত নিবন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামাজিক অবস্থা ঘুরে ফিরে আসে। এক্ষেত্রে বাংলাভাষী মানুষের সামাজিক অবস্থাতেই মনে হয় প্রাধান্য দেয়া উচিৎ।
উইকিমিডিয়া বাংলাদেশ: উইকিমিডিয়ার অন্য প্রকল্পগুলোতে আপনার কাজের ধরণ সম্পর্কে বলুন?
সৈয়দা শামীমা নাসরীন: বাংলা উইকিপিডিয়া ছাড়া অন্য প্রকল্পে অনেক দেরীতে অবদান রাখা শুরু করেছি। এরমধ্যে উইকিমিডিয়া কমন্সে এবং ইনকিউবেটরে থাকা বাংলা উইকিভ্রমণে মাঝেমধ্যে অবদান রাখার চেষ্টা করি। এছাড়া ইংরেজি উইকিপিডিয়াতে “উইমেন ইন রেড” প্রকল্পে অংশ নিয়ে নারীদের নিবন্ধও সমৃদ্ধ করার চেষ্টা করেছি।
উইকিমিডিয়া বাংলাদেশ: আপনার সেরা অবদান আপনার মতে?
সৈয়দা শামীমা নাসরীন: বাংলা উইকিপিডিয়াতে প্রকৃতপক্ষে নিয়মিত হওয়া শুরু করেছি ২০১৬-এর শেষের দিকে। সেই হিসেবে এখানে আমার পদচারণার খুব বেশিদিন হয়নি। আমি বরং বলবো, উইকিপিডিয়ায় আমার সেরা অবদান দেয়া এখনো বাকী। এখনো শিখছি আর অনেক দূর পাড়ি দেয়ার আছে।
উইকিমিডিয়া বাংলাদেশ: পুরষ অবদানকারীর তুলনায় উইকিপিডিয়াতে নারী অবদানকারী কম, বাংলাতে এটা আরও বেশি। আপনার মতে নারীরা কেন আগ্রহী হন না এবং তাদের আগ্রহী করে তুলতে আপনার কি পরামর্শ থাকবে?
সৈয়দা শামীমা নাসরীন: হয়তো উইকিপিডিয়ায় ঠিক সেই গ্ল্যামার খুঁজে পাওয়া যায় না, যা নারীদের আগ্রহী করে তুলতে পারে। উচ্চশিক্ষার যেকোন স্তরেই নারীদের উপস্থিতি আজও তুলনামূলক কম। এখানে তাই হুট করে উইকিপিডিয়ায় সমান সংখ্যক নারীর উপস্থিতি দিবাস্বপ্নের মতো। তবে এখন স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের কাছেও ইন্টারনেট সহজলভ্য। তাদের উইকিপিডিয়ায় অবদান রাখার ব্যাপারে উৎসাহ দেয়া যেতে পারে। উইকিপিডিয়ানরা কোথাও হাইলাইটেড হন না, নিভৃতে কাজ করার প্রবণতা সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সময়ে নেই বললেই চলে। বিজ্ঞাপনের মতো বলতে হয়, “প্রচারেই প্রসার”।
উইকিমিডিয়া বাংলাদেশ: বাংলা উইকিপিডিয়াকে ১০ বছর পর কেমন দেখতে চান?
সৈয়দা শামীমা নাসরীন: সম্প্রতি ৫০ হাজার নিবন্ধের মাইলফলক স্পর্শ করা বাংলা উইকিপিডিয়ায় আরো অনেক ভালো নিবন্ধ দেখতে চাইবো। অসমাপ্ত ও ছোট নিবন্ধগুলোকে পূর্ণতা দেয়ার পাশাপাশি সময়ের সাথে তাল মিলিয়ে পাঠকদের আগ্রহকে বুঝে নতুন নিবন্ধ যুক্ত হবে আশা রাখি। ব্যক্তিগতভাবে নতুন উইকিপিডিয়ানরা এই বিশ্বকোষে অবদান রাখার ব্যাপারে আগ্রহী হবে এমনটাই কাম্য।
উইকিমিডিয়া বাংলাদেশ: নতুন যারা উইকিপিডিয়াতে কাজ করতে আগ্রহী তাদের আপনি কি পরামর্শ দেবেন?
সৈয়দা শামীমা নাসরীন: প্রথমেই তাদের উইকিপিডিয়াতে যোগদানের জন্য বা আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ জ্ঞপন করছি। সাধারণত আর যে দশটি মাধ্যম ব্যবহার করে আমরা সচরাচর অভ্যস্ত তার তুলনায় উইকিপিডিয়ার পরিবেশ একটু ভিন্ন। বুঝে উঠতে এবং অভ্যস্ত হতে একটু সময় নিন। এখানকার সবচেয়ে চমৎকার দিক হল, ভুল করলে তা এক নিমিষেই শুধরে নেয়ার সুযোগ আছে। বিশ্বাস করুন, স্বেচ্ছাশ্রমের এই কাজে আপনি যতটুকু সময় ও শ্রম দিবেন তার চেয়ে ঢের বেশি শিখবেন।
উইকিমিডিয়া বাংলাদেশ: সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
সৈয়দা শামীমা নাসরীন: আপনাকেও ধন্যবাদ।