একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ, কুমিল্লা। ছবি তুলেছেন শহিদুল হাসান রোমান, সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
২১শে ফেব্রুয়ারিতে, ইন্টারনেটসহ সাইবার জগতে বাংলা ভাষাকে এগিয়ে নেওয়ার তাগিদে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা ও কুমিল্লায় উইকিপিডিয়ানদের এক সমাবেশ থেকে একুশের চেতনায় উজ্জীবিত তরুণদের বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। উইকিপিডিয়া তত্ত্বাবধানকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় চ্যাপ্টার “উইকিমিডিয়া বাংলাদেশ” এ সমাবেশের আয়োজন করে। বাংলাদেশীদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৫২ সালে তদানীন্তন পূর্ব বাংলায় আন্দোলনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার লক্ষ্যে যারা শহীদ হয় তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য বাংলাদেশে দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়। ১৯৯৯ সালে ইউনেস্কো বাংলা ভাষা আন্দোলন, মানুষের ভাষা এবং কৃষ্টির অধিকারের প্রতি সম্মান জানিয়ে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
উইকিমিডিয়া বাংলাদেশের স্থানীয় সম্প্রদায়সমূহ ঢাকার বাইরের সমাবেশগুলো আয়োজনে সহয়তা করে। ২০০৭ সাল থেকে প্রতি বছরই এ সমাবেশটি আয়োজন করা হচ্ছে। আয়োজনের আরও ছবি পাওয়া যাবে উইকিমিডিয়া কমন্সে।
একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ, ঢাকা। ছবি তুলেছেন সুফি, সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ, রাজশাহী। ছবি তুলেছেন মাসুম-আল-হাসান, সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ, সিলেট। ছবি তুলেছেন আশিক শাওন, সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ, খুলনা। ছবি তুলেছেন মাসুম ইবনে মুসা, সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
নাহিদ সুলতান,
উইকিমিডিয়া বাংলাদেশ
Read this post in English language