অংকন ঘোষ দস্তিদার। ছবিটি তুলেছেন বিশ্বরুপ গাঙ্গুলি।
অংকন ঘোষ দস্তিদার। নিয়মিত একজন উইকিপিডিয়া সম্পাদক। বাংলা উইকিপিডিয়াতে প্রায় ৪০০টি নিবন্ধ তৈরিসহ উইকিমিডিয়া প্রকল্পে তার সম্পাদনা সংখ্যা ৫০০০-এর বেশি। বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের প্রথম বর্ষে অধ্যয়নরত এই শিক্ষার্থী বাংলা উইকিপিডিয়া তথা উইকিমিডিয়া প্রকল্পে তার জড়িত হওয়াসহ নানা বিষয় নিয়ে উইকিমিডিয়া বাংলাদেশের সাথে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন নাহিদ সুলতান।
উইকিমিডিয়া বাংলাদেশ: আপনি উইকিপিডিয়ার সাথে কিভাবে জড়িত হলেন?
অংকন ঘোষ দস্তিদার: সময়টা ২০১২ সালের শেষের দিক। আমি তখন নবম শ্রেণীর ছাত্র। একদিন ইংরেজি উইকিপিডিয়ার কোন একটি নিবন্ধ পড়ছিলাম এবং পড়ার সময় নিবন্ধের কোন একটি অংশে ভুল তথ্য আমার নজরে আসে। আমি নিশ্চিত ছিলাম যে তথ্যটি ভুল এবং উইকিপিডিয়ার মত জনপ্রিয় একটি বিশ্বকোষে এমন ভুল দেখে আমি সত্যিই মর্মাহত হয়েছিলাম। এরপর হঠাৎই নিবন্ধের উপরে ‘সম্পাদনা’ অপশনটি দেখে অনেকটা পরীক্ষা করার জন্যই তথ্যটি সংশোধন করেছিলাম। তথ্যটি অন্য কেউ দেখতে পারে কিনা সেটি পরীক্ষা করার জন্য অন্য একটি কম্পিউটার থেকেও পাতাটি ভিজিট করেছি। একাউন্ট তৈরি না করেও যে লেখা যায় এরকম একটি ওয়েবসাইটে সেটি তখন আমাকে অবাক করেছিল, একইসাথে উৎসাহিতও করেছিল। এরপর আমার একাউন্টটি তৈরি করেছিলাম। তবে এটি নিয়েও একটি মজার ঘটনা রয়েছে।
উইকিমিডিয়া বাংলাদেশ: মজার ঘটনাটি শুনতে চাই?
অংকন ঘোষ দস্তিদার: আমার উইকিপিডিয়ার ব্যবহারকারী নাম (ইউজার নেইম) ANKAN GHOSH DASTIDER। স্কুলে থাকা অবস্থায় বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ফর্ম পূরণ করতে হত সুতরাং উইকিপিডিয়ার একাউন্টটি তৈরির সময়ও আমি এটি ফর্ম পূরণ করার মত করে আমার ইউজারনেইম সব বড় হাতের অক্ষরে লিখেছিলাম।
উইকিমিডিয়া বাংলাদেশ:উইকিপিডিয়াতে আপনি মূলত কোন বিষয়ে লিখতে পছন্দ করনে?
অংকন ঘোষ দস্তিদার: আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে লেখার চেষ্ঠা করি। তবে ইতিহাস, বিজ্ঞান, চলচ্চিত্র ও বিভিন্ন দেশের শহরের উপর লিখতে বেশি ভালো লাগে।
উইকিমিডিয়া বাংলাদেশ: উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার অন্য প্রকল্পগুলোতে আপনার কাজের ধরণ সম্পর্কে বলুন?
অংকন ঘোষ দস্তিদার: অনলাইনে মূলত আমি লেখালেখির কাজটি করে থাকি, এছাড়া বাংলা উইকিপিডিয়াতে এবং উইকিমিডিয়া কমন্সের নিবন্ধ ও ছবি প্রতিযোগিতা আয়োজনেও সক্রিয়ভাবে কাজ করি। এর মধ্যে উইল্লেখযোগ্য হলো, বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা, উইকি লাভস মনুমেন্টস ছবি প্রতিযোগিতা ইত্যাদি। এছাড়া আমি উইকিমিডিয়া সুইডেন ও অ্যামিকাল উইকিমিডিয়া আয়োজিত দুটি আন্তর্জাতিক নিবন্ধ লেখার প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলাম। অনলাইনের পাশাপাশি অফলাইনে আমি উইকিমিডিয়া বাংলাদেশ পরিচালিত বিভিন্ন আউটরীচ অনুষ্ঠানে উইকিপিডিয়া সম্পর্কে সচতেনতা বাড়াতে কাজ করছি। এগুলোর মধ্যে রয়েছে, বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উইকিপিডিয়ার কর্মশালায় সক্রিয়ভাবে কাজ করা, পাশাপাশি কয়েকটি ম্যাগাজিনে উইকিপিডিয়ায় অবদান রাখা বিষয় কিছু লেখাও লিখেছিলাম। বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন সম্মেলনসহ দশ বছর পূর্তি অনুষ্ঠানটিতে আমি সক্রিয়ভাবে কাজ করেছি এবং কলকাতাতে পশ্চিমবঙ্গের উইকিপিডিয়ানদের সাথে যৌথভাবে উইকিপিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নিয়েছি।
উইকিমিডিয়া বাংলাদেশ: আপনার মতে, উইকিপিডিয়াতে আপনার সাথে অন্যান্য ব্যবহারকারীর সম্পর্কের ধরণটি কেমন?
অংকন ঘোষ দস্তিদার: আমি সবসময়ই টিমওয়ার্ক পছন্দ করি। এ জন্যই উইকিপিডিয়ার পরিবেশটা বেশি ভালো লাগে। যখন আমি নতুন হিসেবে বাংলা উইকিপিডিয়াতে লেখা শুরু করেছিলাম তখন স্বাভাবিকভাবেই অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এবং অন্য ব্যবহারকারীদের আন্তরিক সাহায্য পেয়েছি। সত্যি বলতে, এখন এটি অনেকটা পরিবারের মত হয়ে গিয়েছে। এটি আমার জন্য একটি অন্যরকম অভিজ্ঞতা।
কলকাতায় পশ্চিমবঙ্গের উইকিপিডিয়ানদের সাথে একটি আলোচনাতে অংকন। ছবিটি তুলেছেন বিশ্বরুপ গাঙ্গুলি।
উইকিমিডিয়া বাংলাদেশ: আপনি বাংলা উইকিপিডিয়াতে বেশি অবদান রাখেন। কেন বাংলা উইকিপিডিয়াকেই বেছে নিলেন?
অংকন ঘোষ দস্তিদার: উদাহরণস্বরুপ, ইংরেজি উইকিপিডিয়ার সাথে তুলনা করলে বাংলাতে কনটেন্ট নেই বললেই চলে। তবে আমাদের বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যার বিচারে চাহিদাটা অনেক। জ্ঞান অর্জনের জন্য মাতৃভাষা ব্যবহার সবচেয়ে পুরাতন ও উত্তম মাধ্যম। মূলত সে জন্যই আমি বাংলা উইকিপিডিয়াতে অবদান রাখি। আমার দ্বারা একজন মানুষও যদি উপকৃত হয় সেটাই সবচেয়ে বড় পাওয়া। এটি নিজের কাছেই ভালো লাগে।
উইকিমিডিয়া বাংলাদেশ: আপনার মতে, উইকিপিডিয়াতে রাখা আপনার সেরা অবদান?
অংকন ঘোষ দস্তিদার: আমি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করেছি। নির্দিষ্ট করে যেকোনো অবদানকে সেরা বলাটা কঠিন। তবে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে বর্তমানে কাজ করছি, সেই সাথে বিজ্ঞানবিষয়ক নিবন্ধের উপর আরো বেশি কাজ করার ইচ্ছা আছে। এছাড়া পূর্বে উপমহাদেশের ইতিহাস নিয়েও কিছু কাজ করেছি, এর মধ্যে কিছু নিবন্ধ বিষয়গতভাবে বেশ গুরুত্বপূর্ণ।
ঢাকায় উইকিপিডিয়ার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে অংকন ঘোষ দস্তিদার তার অভিজ্ঞতা বিনিময় করছেন। ছবিটি তুলেছেন কানন আহম্মদ।
উইকিমিডিয়া বাংলাদেশ: বাংলা উইকিপিডিয়ায় কোন কোন বিষয়ের বিষয়বস্তুর অভাব রয়েছে বলে আপনি মনে করেন? এবং সেটা কিভাবে ঠিক করা যায় বলে আপনি মনে করেন?
অংকন ঘোষ দস্তিদার: বাংলা উইকিপিডিয়ায় মোট নিবন্ধের সংখ্যা কিছুদিন আগে ৫০ হাজার ছাড়িয়েছে। আর ইংরেজি উইকিপিডিয়ায় মোট নিবন্ধের সংখ্যা ৫০ লক্ষেরও বেশি। অতএব বোঝাই যাচ্ছে, বাংলা উইকিতে অনেক বিষয়বস্তুরই অভাব রয়েছে। তবে বিশেষ করে বিজ্ঞানবিষয়ক নিবন্ধ কম রয়েছে বলে আমি মনে করি, অথচ এ ধরণের নিবন্ধ ভীষণ গুরুত্বপূর্ণ। সম্ভবত এর অন্যতম কারণ হল বিজ্ঞানের শিক্ষার্থী না হলে অন্য যে কারো পক্ষে এ বিষয়গুলো সম্পর্কে লেখাটা কষ্টসাধ্য, বিজ্ঞানের শিক্ষার্থীরাই এ বিষয়ক নিবন্ধ সহজে লিখতে পারবেন। এ কারণে বিজ্ঞানের শিক্ষার্থীরা যদি উইকিপিডিয়ায় অবদান রাখেন, তবেই এ অবস্থা কাটানো যাবে।
উইকিমিডিয়া বাংলাদেশ: বাংলা উইকিপিডিয়াকে ১০ বছর পর কেমন দেখতে চান?
অংকন ঘোষ দস্তিদার: আমি স্বপ্ন দেখি, আগামী দশ বছরে বাংলা উইকিপিডিয়া হবে স্বয়ংসম্পূর্ণ – অধিকাংশ বিষয় সম্পর্কে নিবন্ধ থাকবে এখানে। সবাই মাতৃভাষাতেই বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে, শিখতে পারবে। এখনও বাংলাদেশের অনেকে উইকিপিডিয়া সম্পর্কে জানে না। তারাও ধীরে ধীরে সচেতন হয়ে উঠবে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল স্তরের মানুষ অবদান রাখবে এখানে। ভাষাভাষী জনগোষ্ঠীর দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীতে প্রথম সারিতে অবস্থান করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দশ বছরে বাংলা উইকিপিডিয়াও প্রথম সারিতে উঠে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি।
উইকিমিডিয়া বাংলাদেশ: নতুন যারা উইকিপিডিয়াতে কাজ করতে আগ্রহী তাদের আপনি কি পরামর্শ দেবেন?
অংকন ঘোষ দস্তিদার: প্রথমেই উইকি পরিবারে স্বাগত জানাই! প্রথমে হয়ত উইকির পরিবেশ একটু অন্যরকম লাগতে পারে, তবে ধীরে ধীরে আপনি এতে অভ্যস্ত হয়ে যাবেন। ভুল করে ফেলতে পারি – এ নিয়ে মোটেও দুশ্চিন্তা করবেন না! প্রথমদিকে আমরা সবাই-ই কমবেশি ভুল করেছি, এবং এই ভুল করার মাধ্যমেই শিখেছি। উইকিপিডিয়ায় আমরা সবাই একটা পরিবারের মত এক হয়ে কাজ করি। অতএব যেকোনো বিষয়ে প্রশ্ন থাকলে নিঃসংকোচে আমাদের জানান। তাহলে আর দেরি কেন? আসুন, সকলে মিলে জ্ঞানের এই মুক্ত বিশ্বকোষ – উইকিপিডিয়া সমৃদ্ধ করি! মনে রাখবেন, আমাদের ভাষা বাংলা – এর উন্নতির কাজটাও আমাদেরকেই করতে হবে।
উইকিমিডিয়া বাংলাদেশ: আপনাকে ধন্যবাদ।
অংকন ঘোষ দস্তিদার: আপনাকেও ধন্যবাদ।