উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে আগামী ১৭ই জুন, ২০২২ তারিখ, রোজ শুক্রবার, ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে একটি দিনব্যাপী অফলাইন এডিটাথন /সম্পাদনাসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই এডিটাথনে নির্বাচিত অংশগ্রহণকারীগণ সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে একসাথে লিখবেন উইকিপিডিয়ায়, সমৃদ্ধ করবেন মাতৃভাষার উইকিপিডিয়া। একইসাথে উইকিপিডিয়ানগণ বাংলা উইকিপিডিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সামনাসামনি মত বিনিময় করবেন।
উল্লেখ্য, সকলের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে এডিটাথনে আসন সীমিত রাখতে হয়েছে। তাই আগ্রহীদের নিবন্ধনের ফর্ম পূরণ করার অনুরোধ জানানো হচ্ছে। আগামী ১৪ই জুন রাত ১১টা ৫৯ মিনিটের পূর্বে (বাংলাদেশ সময়) ফর্মটি পূরণ করতে হবে। আমরা ১৫ই জুন নির্বাচিতদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হবে।
* নিবন্ধনের লিঙ্ক: https://forms.gle/
* বিস্তারিত: https://bd.wikimedia.org/s/22u