দীর্ঘদিন পর চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায়ের আয়োজনে চট্টগ্রামে উইকিপিডিয়া আড্ডা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃষ্টির কথা মাথায় রেখে এইবারের আড্ডাটি উন্মুক্ত স্থানের পরিবর্তে চট্টগ্রাম শহরের খুলশী এলাকায় অবস্থিত কনকর্ড খুলশী টাউন সেন্টারের চতুর্থ তলায় অয়োজন করা হচ্ছে।
উল্লেখ্য যে, উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত উইকিপিডিয়ানদের এই মিটআপটি সকলের জন্য উন্মুক্ত। এই আড্ডাটিসহ উইকিপিডিয়ার কোন আড্ডাই আনুষ্ঠানিক কোন সভা নয়। বন্ধুদের সাথে বসে যেভাবে আড্ডা দেয়া হয়, এটি তেমনি একটি আড্ডা।
আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে: https://bd.wikimedia.org/s/22m