দীর্ঘদিন পর উইকিমিডিয়া বাংলাদেশ পুনরায় অফলাইন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে ঢাকায় আগামী শুক্রবার ২৭ মে বরাবরের মত পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনের সামনের চত্বরে উইকিপিডিয়ানদের এই আড্ডা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত উইকিপিডিয়ানদের এই মিটআপটি সকলের জন্য উন্মুক্ত। এই আড্ডাটিসহ উইকিপিডিয়ার কোন আড্ডাই আনুষ্ঠানিক কোন সভা নয়। বন্ধুদের সাথে বসে যেভাবে আড্ডা দেয়া হয়, এটি তেমনি একটি আড্ডা।
আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে: https://bd.wikimedia.org/s/22h