গত ২১ ফেব্রুয়ারি, ২০২১ থেকে ১১ এপ্রিল, ২০২১ পর্যন্ত বাংলা উইকিপিডিয়ায় বিদ্যমান নিবন্ধের মানোন্নয়নের লক্ষ্যে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১ আয়োজিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ গুরুত্বপূর্ণ বিষয়াবলীর নিবন্ধ বাংলায় অনুবাদ করে সম্পূর্ণ করেন। এ প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল ও সম্পর্কিত পরিসংখ্যান দেখুন এখানে। প্রতিযোগিতায় মোট ১৫৭টি নিবন্ধ জমা পড়েছে। পর্যালোচকগণের যাচাই-বাছাই শেষে মোট ১১৪টি নিবন্ধ গৃহীত হয়েছে। প্রতিযোগিতার সকল অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন ।
পর্যালোচকগণ এ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে বিশেষভাবে অবদান রেখেছেন। কয়েকজনের সক্রিয়তা ছিল রীতিমত অসামান্য। সকল পর্যালোচকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।