বুয়েটে আয়োজিত হলো দেশের প্রথম উইকি এডুকেশন প্রোগ্রাম

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের উইকিপিডিয়ায় সম্পৃক্ত করতে বাংলাদেশে প্রথমবারের মত আয়োজিত হলো উইকি এডুকেশন প্রোগ্রাম। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এডুকেশন প্রোগ্রামের সর্বপ্রথম সংস্করণে অংশগ্রহণ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থীরা। বুয়েট এনার্জি ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমে দেশের ভবিষ্যৎ প্রকৌশলীরা নিজ নিজ ডিপার্টমেন্টের নানাবিধ বিষয়ে নিবন্ধ লেখেন অনলাইনে বাংলা ভাষার বৃহত্তম উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ায়।

নির্ভরযোগ্য তথ্যের সন্ধানে সকলেই উইকিপিডিয়ার শরণাপন্ন হন। নিজ মাতৃভাষা বাংলায় জ্ঞানার্জন সবচেয়ে সহজ হওয়ায় বাংলা ভাষাভাষীগণ এক্ষেত্রে বাংলা উইকিপিডিয়াকেই বেছে নেন। তবে দুঃখজনকভাবে প্রকৌশল ও প্রযুক্তিগত বিষয়ে বাংলা উইকিপিডিয়ায় তথ্যের পরিমাণ অত্যন্ত কম। চাইলেও প্রয়োজনীয় তথ্য খুঁজে না পেয়ে অনেককেই ইংরেজি নিবন্ধে চলে যেতে হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা নানাবিধ কোর্সের মাধ্যমে যে জ্ঞানলাভ করেন, তা তারা চাইলেই অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। এই দুই উদ্দেশ্যের মেলবন্ধন ঘটাতেই মূলত বুয়েটে এডুকেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। ২১শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ আয়োজন সমাপ্ত হয় গত ১২ই মে। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে নিয়মিত এই এডুকেশন প্রোগ্রাম অ্যাকাডেমিক কারিকুলামের অংশ হিসেবে আয়োজিত হলেও বাংলাদেশে আগে কখনোই এ ধরণের কার্যক্রম আয়োজিত হয়নি। বুয়েটে আয়োজিত এই এডুকেশন প্রোগ্রাম মূল অ্যাকাডেমিক কারিকুলামের অংশ হিসেবে নয়, বরং সহশিক্ষা কার্যক্রমের আওতায় পরিচালিত হয়েছে। তবে নন-ক্রেডিট হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এ কার্যক্রমে প্রত্যেক শিক্ষার্থীকে তার ডিপার্টমেন্টের বিষয়ে তিনটি ১৫০০ শব্দের, কিংবা দুইটি ১৫০০ ও তিনটি ৩০০ শব্দের নিবন্ধ লিখতে হয়েছে বাংলা উইকিপিডিয়ায়। এই নিবন্ধের বিষয়বস্তু ছিল পূর্বের কোনো টার্মে শেষ করে আসা তাদের কোর্সের অংশ। নিবন্ধ লেখার জন্য তারা নিজ পাঠ্যবই কিংবা প্রাসঙ্গিক বিষয়ের গবেষণা প্রবন্ধ হতে রেফারেন্স সংযুক্ত করেছেন। ‘শীতলীকরণ চক্র’, ‘কালভার্ট’, ‘বৈদ্যুতিক শক্তি’, ‘নকশা বিজ্ঞান’ – ইত্যাদি নানান বিষয়ে নিবন্ধ লেখেন বুয়েটের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

Business Hours

We are open on everyday. We prefer to communicate via online.

Contact online

Our Office Location

Sheltech Niribili, 210/2 (1st Floor),
New Elephant Road, Katabon, Dhaka-1205, Bangladesh

Location on map

 Home map WMBD