সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াসহ উইকিমিডিয়া প্রকল্প ও এর সাথে যুক্ত স্বেচ্ছাসেবকদের সহায়তার জন্য প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা উইকিমিডিয়া বাংলাদেশের নতুন সদস্যগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। চলতি মাসের ১ জুন থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১৫ জুন রাত ১১:৫৯ পর্যন্ত। প্রতিবারের মতো এবারেও প্রথম ধাপে আগ্রহী নতুন সদস্যদের আবেদন গ্রহণ করা হবে। বর্তমান সদস্যদের সদস্যপদ নবায়নের বিস্তারিত শীঘ্রই ইমেইলের মাধ্যমে জানানো হবে।
এবার উইকিমিডিয়া বাংলাদেশ ‘সাধারণ সদস্য’ (Regular Member) ও ‘সহযোগী সদস্য’ (Supporting Member) — এই দুই ধরনের সদস্যপদের জন্য আবেদন গ্রহণ করছে। ২০২১ সালের জন্য সাধারণ সদস্যপদের বাৎসরিক ফি ধরা হয়েছে ৫০০ টাকা এবং সহযোগী সদস্যপদের বাৎসরিক ফি ১০০ টাকা।
সংশ্লিষ্ট তথ্য এবং প্রাথমিক আবেদন ফর্ম দেখুন এখানে: https://forms.gle/yDD5SC49QtZ7fx8J9
আবেদন ফর্মের শুরুতে বিভিন্ন সদস্যপদের যোগ্যতা, নিয়মাবলীসহ প্রয়োজনীয় তথ্য ও বিস্তারিত লিঙ্ক প্রদান করা হয়েছে। এছাড়াও নতুন সদস্য বিষয়ক কোনো প্রশ্ন থাকলে membe[email protected] ঠিকানায় ই-মেইল করার অনুরোধ জানানো হচ্ছে।
কিছু তথ্য:
সকলের ভালোবাসা, সমর্থন ও সহায়তায় উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রম ধীরে ধীরে দেশব্যাপী বিস্তৃত হচ্ছে। একই সঙ্গে ইন্টারনেটে মুক্ত জ্ঞানভাণ্ডার উইকিপিডিয়াসহ অন্যান্য সহপ্রকল্পগুলোতে (উইকিমিডিয়া কমন্স, উইকিসংকলন ও উইকিউপাত্ত ইত্যাদি) বাংলাদেশী ব্যবহারকারী উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। আপনি আরও জেনে আনন্দিত হবেন যে, আমাদের সবার প্রচেষ্টায় ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে উইকিমিডিয়া বাংলাদেশের স্থানীয় উইকিপিডিয়া সম্প্রদায় তৈরি হয়েছে ও হচ্ছে। ভবিষ্যতে আরো বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে স্থানীয়ভাবে উইকিমিডিয়া বাংলাদেশের শিক্ষামূলক কার্যক্রমের ব্যপ্তি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
* আমাদের বিগত কার্যক্রম সম্পর্কে জানতে দেখুন: https://bd.wikimedia.org/s/8x