উইকি লাভস মনুমেন্টস ২০১৯: যেসব আলোকচিত্র বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে
নওগাঁ জেলায় অবিস্থত ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা ‘পাহাড়পুর বৌদ্ধ বিহার’ ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় বৌদ্ধ বিহারগুলোর একটি। ছবিটি তুলেছেন আব্দুল মোমিন যা সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস ২০১৯’-এর বাংলাদেশ অংশের বিজয়ী আলোকচিত্র নির্বাচন করা হয়েছে। বিজয়ী এই ১০টি আলোকচিত্র আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।