বাংলা ও ইংরেজি উইকিপিডিয়া সম্পর্কে অজানা কিছু তথ্য
ছবি: মহীন রীয়াদ/সিসি-বাই-এসএ ৪.০
২০০১ সালের ১৫ জানুয়ারি ইংরেজি উইকিপিডিয়া যাত্রা শুরু করে। এটি প্রতিষ্ঠা করেন জিমি ওয়েলস ও ল্যারি স্যাঙ্গার নামে দুজন মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা। ২০০৪ সালে বাংলাসহ আরও প্রায় ৫০টি ভাষা যুক্ত হয়। ২০০৫ সালে ১০০টি ভাষায় চালু হয়। এখন প্রায় ৩০০টি ভাষায় উইকিপিডিয়া পড়া যায়।